পিটার ফুলটন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১০৩ নং লাইন:
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১১ মার্চ, ২০০৩ তারিখে ক্যান্টারবারির পক্ষে [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] অভিষেক ঘটে পিটার ফুলটনের। ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে অনুষ্ঠিত ঐ খেলায় অকল্যান্ডেরঅকল্যাণ্ডের বিপক্ষে তিনি অপরাজিত ৩০১ রান তুলেন। এরফলে অভিষেকে যে-কোন নিউজিল্যান্ডীয় খেলোয়াড়ের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার সবিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন তিনি।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
২ নভেম্বর, ২০০৪ তারিখে [[বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল|বাংলাদেশের]] বিপক্ষে তার ওডিআই অভিষেক হয়। ৮ জানুয়ারি, ২০০৬ তারিখে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত খেলায় ১১২ রানের মনোজ্ঞ সেঞ্চুরি উপহার দেন। তাস্বত্ত্বেও তার দল পরাজিত হয়েছিল। একই সিরিজে তিনি আরও দুইটি অর্ধ-শতকের সন্ধান পেয়েছিলেন।
 
৯ মার্চ, ২০০৬ তারিখে [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। মার্চ, ২০১৩ সালে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে নিজস্ব প্রথম টেস্ট সেঞ্চুরি হিসেবে ১৩৬ রান করেন। অকল্যান্ডেরঅকল্যাণ্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসেও ১১০ রান করেন। এরফলে চতুর্থ নিউজিল্যান্ডীয় হিসেবে টেস্টের উভয় ইনিংসে [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরি]] করার কীর্তিগাঁথা রচনা করেন পিটার ফুলটন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.nzherald.co.nz/sport/news/article.cfm?c_id=4&objectid=10873600|শিরোনাম=Cricket: Peter Fulton – The unlikely hero|শেষাংশ=Alderson|প্রথমাংশ=Andrew|তারিখ=26 March 2013|কর্ম=[[NZ Herald]]|সংগ্রহের-তারিখ=26 March 2013}}</ref> তবে ঐ টেস্টটি ড্রয়ে পরিণত হয়েছিল।
 
== ক্রিকেট বিশ্বকাপ ==