ডেভন ম্যালকম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৯৭ নং লাইন:
 
== খেলোয়াড়ী জীবন ==
১৯৮৯ সালের [[দি অ্যাশেজ|অ্যাশেজ সিরিজ]] চলাকালে টেস্ট দলের অনেক সদস্য [[South African rebel tours|দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী সফরে]] আগ্রহ প্রকাশ করলে [[ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড|দল নির্বাচকমণ্ডলী]] তাঁদেরকেতাদেরকে সিরিজের বাদ-বাকী টেস্ট থেকে বাদ দেয়। ফলে, ম্যালকমের ইংল্যান্ড দলের পক্ষে খেলার সুযোগ ত্বরান্বিত হয়। ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া দলের]] বিপক্ষে ৫ম টেস্টে মাঠে নামেন। [[মার্ক টেলর]]-[[জিওফ মার্শ]] অপরাজিত অবস্থায় থাকলে প্রথম দিন তার উইকেটবিহীন অবস্থায় কাটে। দ্বিতীয় দিন [[স্টিভ ওয়াহ|স্টিভ ওয়াহকে]] শূন্য রানে প্যাভিলিয়নে ফেরৎ পাঠান। তাস্বত্ত্বেও অস্ট্রেলিয়া পুণরায় ইনিংস ব্যবধানে জয়ী হয়। নীচের সারিতে ব্যাটিংয়ে নেমে উভয় ইনিংসে সর্বমোট ১৪ রান তুলেন। তন্মধ্যে একটি চার ও একটি ছক্কার মার ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী সিরিজে নিজস্ব সর্বোচ্চ ২৯ তুলেন মাত্র ১৮ বলে। এতে তিনটি চারের মার ছিল ও [[শেন ওয়ার্ন|শেন ওয়ার্নের]] বলে উপর্যুপরি দুইটি ছক্কা হাঁকান।<ref name="Cricinfo - Long live the tail">[http://content-usa.cricinfo.com/england/content/story/276556.html Cricinfo – Long live the tail<!-- Bot generated title -->]</ref>
 
১৯৮৯-৯০ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে ইংল্যান্ড জয় পায়। দ্বিতীয় টেস্টে ম্যালকম দশ উইকেট তুলে নেন ও চার টেস্টের সিরিজে ১৯ উইকেট পান। এরফলে ঐ সফরে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি।