বারাক ওবামা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ferdous (আলোচনা | অবদান)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪১ নং লাইন:
}}
 
'''বারাক হুসেইন ওবামা, জুনিয়র''' ({{lang-en|Barack Hussein Obama, Jr.}}; ([[জন্ম]]: [[৪ অগাস্ট]], [[১৯৬১ খ্রিস্টাব্দ]]) [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] ৪৪তম রাষ্ট্রপতি। ২০১২ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের নভেম্বর তিনি দ্বিতীয় বারের জন্যে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হন। [[৯ অক্টোবর]], [[২০০৯ খ্রিস্টাব্দে]] তারিখে ওবামাকে [[শান্তি|শান্তিতে]] [[শান্তিতে নোবেল পুরস্কার|নোবেল পুরস্কার]] প্রদান করা হয়। ২০১৭ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন।
 
বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের [[ডেমোক্র্যাটিক পার্টি|ডেমোক্র্যাটিক পার্টির]] সদস্য। এর আগে তিনি [[মার্কিন সিনেট|মার্কিন সিনেটে]] [[ইলিনয়]] অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধি অথবা সিনেটরের দায়িত্ব পালন করেন। ওবামা ২০০৮ খ্রস্টাব্দের ৪ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট [[নির্বাচন|নির্বাচনে]] বিজয়ী হন এবং ২০০৯ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের [[জানুয়ারি ২০|২০ জানুয়ারি]] শপথ গ্রহণ করেন।
 
== প্রাথমিক জীবন ==
৪৯ নং লাইন:
 
== রাজনৈতিক জীবন ==
[[২০০৪]] খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে [[ম্যাসাচুসেটস]] অঙ্গরাজ্যের [[বস্টন]] শহরে অনুষ্ঠিত ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন তিনি মূল বক্তব্য উপস্থাপন করেন। এরপর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির ধারায় তাকে একজন উদীয়মান তারকা হিসেবে গণ্য করা হয়েছিল। সম্মেলনের পূর্ব পর্যন্ত ওবামা জাতীয় পরিসরে মোটামুটি অচেনাই ছিলেন। তার অসামান্য বক্তৃতাটির ফলে তিনি অচিরেই দেশ ও জাতির কাছে পরিচিতি লাভ করেন।
 
২০০৪ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের নভেম্বর মাসে তিনি ইলিনয় অঙ্গরাজ্য থেকে মার্কিন সিনেটর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ব্যবধানে রিপাবলিকান দলের প্রতিপক্ষ অ্যালেন কীয়েজকে পরাজিত করেন।
 
বারাক ওবামা ২০০৮ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের মার্কিন [[রাষ্ট্রপতি]] নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন। তিনি ওই বছরেরই ৪ নভেম্বরের জাতীয় নির্বাচনে জয়ী হন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি ২০১২ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ৭ [[নভেম্বর]] ডেমোক্র্যাটিক প্রার্থী [[মিট রমনি]]কে হারিয়ে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
 
== সম্মাননা ==
[[যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক]] বিশ্ববিখ্যাত [[টাইম ম্যাগাজিন]] ২০১১ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ৩২ জনের নাম 'পার্সন অফ দ্য ইয়ার' হিসেবে মনোনীত করে। ওই তালিকায় - [[স্টিভ জোবস]], [[আঙ্গেলা মার্কেল]], [[সিলভিও ব্যার্লুস্কোনি]], [[লিওনেল মেসি]] প্রমুখ বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের পাশাপাশি তিনিও স্থান পেয়েছেন৷<ref>[http://www.dw-world.de/dw/article/0,,15548222,00.html টাইম ম্যাগাজিনের 'পার্সন অব দি ইয়ার’-এর জন্য মনোনীত মেসি, সংগ্রহকাল: ২৭ নভেম্বর, ২০১১ইং]</ref> ২০১২ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের তিনি দ্বিতীয় বারের মতো টাইম ম্যাগাজিনের [[টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব|পার্সন অব দি ইয়ার]] মনোনীত হয়েছেন।
 
== তথ্যসূত্র ==