কে জে যেসুদাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পারভেজ সিরাজি (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫ নং লাইন:
== প্রাথমিক জীবন ==
 
কে জে যেসুদাস ১০ জানুয়ারি ১৯৪০ সালে কোচিনে জন্মগ্রহণ করেন ।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.celebrityborn.com/biography/k-j-yesudas/1761|শিরোনাম=K. J. Yesudas Birthday, Biography, Age, Family & Wiki|ওয়েবসাইট=www.celebrityborn.com|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2018-05-24}}</ref> কে জে যেসুদাস ফোর্ট কোচিতে জন্মগ্রহণ করেন, প্রাক্তন কিংডম অফ কোচিন (এখন কেরালা), তিনি লাতিন ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম অগাস্টিন জোসেফ এবং মাতার নাম এলিজাবেথ জোসেফ। তাঁরতার পিতা, একজন সুপরিচিত মালালীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং মঞ্চ অভিনেতা ছিলেন। তিনিই যেসুদাসের প্রথম গুরু (শিক্ষক) ছিলেন । যেসুদাসরা পাঁচজন ভাই বোন। তিনি পিতার জ্যৈষ্ঠ পুত্র , এছাড়া তার তিনটি ছোট ভাই ও একটি ছোট বোন আছে।তিনি তার একাডেমিক সঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন R.L.V. সঙ্গীত একাডেমী, ত্রিপুনথুরা তে , পরবর্তীতে তিনি স্বাথী থিরুণাল কলেজ অব মিউজিকে অধ্যয়ন করেন। তিনি চেন্নাইয়ে বৈদ্যনাথ ভাগবতের কাছ থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি আর.এল.ভি. এ গণবোধন কোর্স সম্পন্ন করেন। ২০১১ সালে যেসুদাস প্লেব্যাক গায়ক হিসাবে তার কেরিয়ারের ৫০ বছর পূর্ণ করেন ।
 
== কর্মজীবন ==
১২ নং লাইন:
 
== পুরষ্কার ও সম্মাননা ==
যেসুদাস রেকর্ড সংখ্যক ৭০ হাজারের অধিক গান গেয়েছেন । ভারত সরকার কর্তৃক ১৯৭৫ সালে তাঁকেতাকে[[পদ্মশ্রী]] ২০০২ সালে [[পদ্মভূষণ]] ২০১৭ সালে [[পদ্মবিভূষণ]] পুরষ্কার দেওয়া হয় ।
একমাত্র তাঁকেইতাকেই কেরালা সরকার প্রদত্ত "আস্থানা গায়াকান" পুরষ্কার দেওয়া হয় ।
তিনি রেকর্ড সংখ্যক আট বার প্লেব্যাক সিঙ্গার হিসেবে [[জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)|জাতীয়]] [[জাতীয় পুরস্কার|পুরষ্কার]] অর্জন করেন<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.thenewsminute.com/article/kj-yesudas-creates-history-wins-nat-l-award-best-playback-male-singer-8th-time-79515|শিরোনাম=KJ Yesudas creates history, wins Nat’l Award for best playback male singer for 8th time|তারিখ=2018-04-13|কর্ম=The News Minute|সংগ্রহের-তারিখ=2018-05-26}}</ref> ।পঁচিশ বার কেরালা রাজ্য শ্রেষ্ঠ শিল্পী পুরষ্কার পেয়েছেন ।
পাঁচবার তামিলনাড়ু সরকার প্রদত্ত শ্রেষ্ঠ শিল্পী পুরষ্কার পেয়েছেন।
চারবার অন্ধপ্রদেশ সরকার প্রদত্ত শ্রেষ্ঠ শিল্পী পুরষ্কার পেয়েছেন ।
এছাড়াও তাঁকেতাকে "আনন্দলোক" পুরষ্কার দেওয়া হয়েছে ।
 
== তথ্যসূত্র ==
{{ সূত্র তালিকা }}
 
[[বিষয়শ্রেণী:ভারতীয় গায়ক]]
[[বিষয়শ্রেণী:১৯৪০-এ জন্ম]]