বার্নার্ড বোজানকেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৭ নং লাইন:
}}
 
'''বার্নার্ড বোসাঙ্কুয়ে''' (১৪ জুন ১৮৪৮-৮ ফেব্রুয়ারি, ১৯২৩) একজন [[যুক্তরাজ্য|ইংরেজ]] দার্শনিক ও [[রাজনৈতিক তত্ত্ব|রাজনৈতিক তাত্ত্বিক]]। ১৯-শতকের শেষদিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে ইংল্যান্ডের সামাজিক ও রাজনৈতিক প্রকল্পসমূহে তিনি বিশেষ ভূমিকা রাখেন। তখন তাঁরতার চিন্তাধারা বেশ প্রভাববিস্তারকারী হলেও পরবর্তীকালে বিভিন্ন চিন্তাবিদ কর্তৃক সেগুলো সমালোচিত হয়।
 
== সংক্ষিপ্ত জীবনী ==
২৩ নং লাইন:
বার্নার্ড বোসাঙ্কুয়ে [[নর্দাম্বারল্যান্ড|নর্দাম্বারল্যান্ডের]] এক যাজক পরিবারে জন্মগ্রহণ করেন। [[অক্সফোর্ড|অক্সফোর্ডের]] ব্যালিয়ল কলেজে অধ্যয়নকালে তিনি [[টমাস হিল গ্রিন|টমাস হিল গ্রিনের]] আদর্শবাদে আকৃষ্ট হন। ১৮৮১ সাল পর্যন্ত তিনি কলেজের ফেলো ও শিক্ষক হিসেবে কর্মরত থাকেন। বিংশ শতাব্দীর শুরুতে তিনি সেন্ট অ্যান্ড্রুজ কলেজে দর্শনশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হন। ১৯০৮ সালে পর্যন্ত তিনি সেখানে কর্মরত থাকেন। রাষ্ট্রদর্শন ছাড়াও [[যুক্তিবিদ্যা]] ও [[অধিবিদ্যা|অধিবিদ্যার]] উপর তিনি একাধিক গ্রন্থ রচনা করেন। দীর্ঘদিন তিনি ইংল্যান্ডের দার্শনিক মহলে কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে বিরাজ করেন। ১৯২৩ সালের ৮ ফেব্রুয়ারি তিনি [[লন্ডন|লন্ডনে]] মৃত্যুবরণ করেন।
 
বোসাঙ্কুয়ের "The Philosophical Theory of the State"-কে (১৮৯৯) তাঁরতার প্রধান রচনা হিসেবে গণ্য করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় গ্রন্থটি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়। [[লিওনার্ড হবহাউজ]] তাঁরতার "Metaphisical Theory of the State" (১৯১৮) রচনা করেন প্রধানত এই গ্রন্থের সমালোচনা করে।
 
== বহিঃসংযোগ ==