এল সিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২১ নং লাইন:
| signature = Signature of El Cid.svg
}}
'''রড্রিগো ডায়াজ দ্য বিবর''' ({{lang-es|El Cid}}; [[জন্ম]]: [[১০৪৩]] - [[মৃত্যু]]: [[১০ জুলাই]], [[১০৯৯]]) মধ্যযুগীয় স্পেনের [[Vivar del Cid|বিবরে]] জন্মগ্রহণকারী বিখ্যাত স্পেনীয় জেনারেল ছিলেন। আদালত থেকে নির্বাসন দণ্ড পেয়ে এল সিদ ({{IPA-es|el ˈθið|lang}}) ক্যাম্পিয়াদোর মুরিস বাহিনী পরিচালনা করেন। খ্রিস্টানদেরকে পরাজিত করে তিনি পুণরায় স্বীয় দায়িত্বে ফিরে আসেন। খ্রিস্টান ও মুরিস সেনাবাহিনীর যৌথ দলের নেতৃত্বভার গ্রহণ করেন তিনি। অসম সাহসী এ জেনারেলের গুরুত্বপূর্ণ ভূমিকার ফলে তাঁরতার দেশ জয়লাভ করে।
 
'''কাস্তিলোনা দ্য বিবর''' নামেও পরিচিত ছিলেন এল সিদ। মুসলিম অধিবাসীরা তাঁকেতাকে আদর করে '''এল সিদ''' ডাকনাম প্রদান করেন। স্পেনীয় আরবি শব্দ এল সিদের অর্থ হচ্ছে প্রভু। তাঁরতার মৃত্যুর পর কাস্তাইলে তাঁকেতাকে [[Folk hero|জাতীয় বীর]] হিসেবে আখ্যায়িত করে। এছাড়াও, মধ্যযুগীয় স্পেনীয় কবিতা [[Cantar de Mio Cid|এল কান্টর দ্য মাইও সিদের]] প্রধান চরিত্রে ছিলেন।<ref name="World">{{বই উদ্ধৃতি | ইউআরএল=https://books.google.com/books?id=GDMoa4EzrcMC&pg=PA90&dq=Rodrigo+%22El+Cid%22&hl=en&sa=X&ved=0ahUKEwi2toH13ZfLAhXHgj4KHeh8ANAQ6AEIMzAC#v=onepage&q=Rodrigo%20%22El%20Cid%22&f=false | শিরোনাম=The World of El Cid: Chronicles of the Spanish Reconquest | প্রকাশক=Manchester University Press | লেখক=Barton, Simon and Richard Fletcher | বছর=2000 | অবস্থান=Manchester, UK | আইএসবিএন=9780719052262}}</ref>
 
== শৈশবকাল ==
১০৫৮ সালে তাঁরতার বাবা দিয়াগো লাইনেজ নিহত হলে তিনি অনাথ হন। এরফলে তাঁকেতাকে কাস্তিলের রাজা প্রথম ফার্দিনান্দের আদালতে হাজির করা হলে রাজার পুত্র দ্বিতীয় সাঞ্চোজের তত্ত্বাবধানে দায়িত্ব দেয়া হয়। দ্বিতীয় সাঞ্চোজের পুত্র তৃতীয় সাঞ্চোজের সাথে এল সিদও পড়াশোনা করতে থাকেন। এরফলে তাঁরাতারা খুব দ্রুত একে-অপরের বন্ধু হন। তারপর এল সিদ নিজেকে পরীক্ষিত যোদ্ধা হিসেবে প্রমাণ করেন।
 
== কর্মজীবন ==
১০৬৫ সালে ক্যাসেলের রাজা ফার্দিনান্দের (স্পেনের ষষ্ঠ ফার্দিনান্দ) দেহাবসান ঘটে। ফলে, রাজ্যটি সাঞ্চোর ক্যাসল, আলফন্সোর লিওন এবং গার্সিয়ার গ্যালিসিয়া - এ তিন অংশে বিভক্ত হয়ে যায়। এল সিদ আলফন্সোর আদর্শ বাহক হন। এছাড়াও, তাঁরতার সেনাবাহিনীর জেনারেল মনোনীত হন।
 
কিন্তু রাজা সাঞ্চো তাঁরতার লোকান্তরিত বাবার তিন অংশে বিভক্ত হয়ে যাওয়া অংশগুলোকে পুণরায় একত্রিত করে রাজত্বকে শক্তিশালী করতে চাচ্ছিলেন। ফলশ্রুতিতে ১০৬৮ সালে লান্তাদায় তিনি তাঁরতার বড় ভাই আলফন্সো ও তাঁরতার সেনাবাহিনীর উপর আক্রমণ করে পরাজিত করেন। ১০৭২ সালে গলপেজারায় এল সিডের সহায়তা নিয়ে সাঞ্চো পুণরায় আলফন্সোকে পরাজিত করেছিলেন। রাজা আলফন্সোকে তাঁরতার ভাই নির্বাসন দণ্ড প্রদান করেন। অক্টোবরে সাঞ্চো জামোরা নাইট উপাধিপ্রাপ্ত হন।
 
ভাইয়ের মৃত্যুর পর আলফন্সো নির্বাসন থেকে ফিরে আসেন ও মৃত ভাইয়ের সিংহাসন দাবী করেন। এল সিদ আলফন্সোকে মুকুট পড়ান ও তাঁকেতাকে রাজা ঘোষণা করেন। তাস্বত্ত্বেও আলফন্সো ভীত ছিলেন। এল সিদের কাছ থেকে বিশ্বস্ততার কোন প্রমাণ পাননি।
 
== ব্যক্তিগত জীবন ==
১০৭৪ সালে আলফন্সোর ভাতিজি জিমেনাকে বিয়ে করেন এল সিদ। কেউ কেউ মনে করেন যে, আলফন্সো নিজেই এ বিয়ে পরিচালনা করেছেন। এরফলে এল সিদ তাঁরতার নজরদারীতে থাকতে পারবেন। আলফন্সো কখনো এল সিদকে সেনাবাহিনীতে ভালো অবস্থানে নিয়ে যাননি ও তাঁকেতাকে জনপ্রিয় হতে বাঁধার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন।
 
== নির্বাসন ==
এল সিদ খুব শীঘ্রই অসহিষ্ণু হয়ে পড়েন। আলফন্সোর অনুমতি ব্যাতিরেকেই তোলেদো শহর দখল করে বসেন। এরফলে আলফন্সো অত্যন্ত উন্মাদের ন্যায় আচরণ করতে থাকেন। তাঁরতার মন্ত্রণাদাতারা বলতে থাকেন যে, তাঁরতার অনুমতি ছাড়াই শহর আক্রমণ করে এল সিদ বিশ্বাসঘাতকতা করেছেন ও ভুল তথ্য পরিবেশন করেছেন। তারপর ১০৮১ সালে আলফন্সো কাস্তিলো শহর থেকে তাঁকেতাকে বিতাড়িত করেন।<ref name="Mythology">{{বই উদ্ধৃতি | ইউআরএল=https://books.google.com/books?id=Hkx472N8Bk8C&pg=PA161&dq=Rodrigo+%22El+Cid%22+suspicious+alfonso&hl=en&sa=X&ved=0ahUKEwiD2Ji77ZfLAhXFNT4KHRpABdM4ChDoAQg7MAc#v=onepage&q=Rodrigo%20%22El%20Cid%22%20suspicious%20alfonso&f=false | শিরোনাম=Mythology in the Middle Ages: Heroic Tales of Monsters, Magic, and Might | প্রকাশক=ABC-CLIO | লেখক=Fee, Christopher R. | বছর=2011 | পাতাসমূহ=161 | আইএসবিএন=9780275984069}}</ref>
 
বেতনভূক্ত ও পেশাদার সৈনিক হিসেবে মুসলিম বাদশাহ [[Taifa of Zaragoza|সারাগোসার]] অধীনে কাজ করেন। এ সময়ে এল সিদ খ্রিস্টানদের আক্রমণ প্রতিহত করে পরাজিত করেন ও নিজেকে আরও দক্ষ এবং জেনারেল হিসেবে নিজেকে তুলে ধরেন। এরফলে অন্যান্য রাজা ও জেনারেলগণ ভীতসন্ত্রস্ত হন এই ভেবে যে, এল সিদ তাঁদেরকেতাদেরকে অতিক্রম করে হয়তোবা ক্ষমতায় আরোহণ করে ফেলবেন।
 
== দেহাবসান ==
১০ জুলাই, ১০৯৯ সালে ভ্যালেন্সিয়ায় তাঁরতার দেহাবসান ঘটে। মৃত্যুর পূর্বে তিনি অনেকগুলো শহর দখল করেন। তাঁরতার মৃত্যুর পর [[Jimena Díaz|জিমেনা ডায়াজ]] উত্তরাধিকারী হিসেবে ভ্যালেন্সিয়ার শাসক মনোনীত হন। কিন্তু, ১১০২ সালে তিনিও আলমোরাভিদের কাছে আত্মসমর্পণ করেন।
 
এল সিদের জীবনী অনেক নাট্যকার ও কবি হৃদয়কে উৎসাহিত করছে।<ref>Watts, Tim. "El Cid." World History: Ancient and Medieval Eras. ABC-CLIO, 2013. Web. 27 Feb. 2013</ref>