বোখারা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Salim Khandoker (আলোচনা | অবদান)
→‎চিত্রশালা: বানান ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
৫৬ নং লাইন:
|footnotes =
}}
'''বুখারা''' পশ্চিম [[উজবেকিস্তান|উজবেকিস্তানের]] [[বোখারা প্রদেশ|বোখারা প্রদেশের]] রাজধানী শহর। এটি [[জেরফ্‌শন নদী|জেরফ্‌শন নদীর]] তীরে এক মরূদ্যানে, [[তুর্কমেনিস্তান]] সীমান্ত থেকে প্রায় ৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। বোখারার আশেপাশের অঞ্চলে প্রাকৃতিক গ্যাস, তুলা, ফল এবং রেশম উৎপাদিত হয়। এখানে বস্ত্র, কার্পেট, এবং পশমের কারখানা আছে। বোখারাতে অনেক স্থাপত্য নিদর্শন আছে, যেগুলির কিছু কিছু ৯ম শতকের। এদের মধ্যে আছে অনেকগুলি মসজিদ, [[আর্ক দুর্গ|আর্ক]] নামের একটি দুর্গ, এবং [[ইসমাইল সামানি|ইসমাইল সামানির]] (৯ম-১০ম শতক) সমাধি। এখানে একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ অবস্থিত। বুখারার ঐতিহাসিক কেন্দ্রস্থলটিকে ১৯৯৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়।
 
খ্রিস্টীয় ১ম শতকে বুখারা প্রতিষ্ঠা করা হয়। ৮ম শতকে আরবরা জয় করার আগেই এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। পরবর্তীতে [[কারাখানীয় জাতি|কারাখানীয়]] ও [[তাতার জাতি|তাতারেরা]] শহরটি দখল করে। ১২১৯ সালে [[চেঙ্গিস খান]] এসে শহরটি ধুলায় মিশিয়ে দেন। ১৫৫৫ সালে এটি একটি [[উজবেক জাতি|উজবেক]] আমীরের রাজধানীতে পরিণত হয়। এরপর এই আমিরাতটি বিভিন্ন সময়ে মঙ্গোল, তুর্কি ও উজবেকরা শাসন করে। ১৮৬৬ সালে [[রাশিয়া]] আমিরাতটি বিজয় করে। [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত]] আমলে এটিকে উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অংশ করে নেওয়া হয়। ১৯৯১ সালে এটি স্বাধীন উজবেকিস্তানের অংশে পরিণত হয়।