লিলিয়ান গিশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
কর্মজীবন
২৩ নং লাইন:
==প্রারম্ভিক জীবন==
গিশ ১৮৯৩ সালের ১৪ই অক্টোবর [[ওহাইও]]র স্প্রিংফিল্ডে জন্মগ্রহণ করেন। তার মাতা [[ম্যারি গিশ|ম্যারি রবিনসন ম্যাকনেল]] (১৮৭৬-১৯৪৮) ছিলেন একজন অভিনেত্রী এবং পিতা জেমস লেই গিশ (১৮৭৩-১৯১২)।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=James Gish |ইউআরএল=https://www.ancestry.com/search/categories/34/?name=James_Gish&birth=1873&birth_x=0-0-0&name_x=1_1 |ওয়েবসাইট=অ্যানসেস্ট্রি |সংগ্রহের-তারিখ=১০ আগস্ট ২০১৯}}</ref> তিনি তার পিতামাতার প্রথম সন্তান। তার ছোট বোন [[ডরোথি গিশ|ডরোথি]]ও পরবর্তী কালে জনপ্রিয় চলচ্চিত্র তারকা হয়ে ওঠেন।
 
==কর্মজীবন==
গিশের মঞ্চনাটকে অভিষেক ঘটে ১৯০২ সালে [[ওহাইও]]র রাইজিংসানের লিটল রেড স্কুল হাউজে। ১৯০৩ থেকে ১৯০৪ সাল পর্যন্ত গিশ ''হার ফার্স্ট ফলস স্টেপ'' মঞ্চনাটক নিয়ে তার মাতা ও ডরোথির সাথে সফরে যান। পরের বছর তিনি [[নিউ ইয়র্ক সিটি]]তে [[সারা বেরনার্ত]]ের সাথে একটি নাটকে নৃত্য পরিবেশন করেন।
 
১০ বছর মঞ্চে অভিনয়ের পর গিশ তার ডরোথির সাথে [[ডি ডব্লিউ গ্রিফিথ]]ের স্বল্পদৈর্ঘ্য ''অ্যান আনসিন এনিমি'' (১৯১২) দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ১৯১০ ও ১৯২০-এর দশকে গ্রিফিথের পরিচালনায় একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। গ্রিফিথের পরিচালনায় তার অভিনীত ''[[দ্য বার্থ অব আ নেশন]]'' (১৯১৫) নির্বাক চলচ্চিত্র যুগের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এছাড়া গ্রিফিথের পরিচালনায় তার অন্যান্য চলচ্চিত্রগুলো হল ''ইনটলারেন্স'' (১৯১৬), ''ব্রোকেন ব্লোজমস'' (১৯১৯), ''ওয়ে ডাউন ইস্ট'' (১৯২০), ও ''অরফান্স অব দ্য স্ট্রর্ম'' (১৯২১)।
 
সবাক চলচ্চিত্র যুগের প্রারম্ভে তিনি মঞ্চে ফিরে যান এবং চলচ্চিত্রে মাঝে মাঝে কাজ করতেন। এই সময়ে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল বিতর্কিত পশ্চিমা ধারার ''[[ডুয়েল ইন দ্য সান (চলচ্চিত্র)|ডুয়েল ইন দ্য সান]]'' (১৯৪৬) ও অববিট রোমহর্ষক ''দ্য নাইট অব দ্য হান্টার'' (১৯৫৫)। ''ডুয়েল ইন দ্য সান'' চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন। ১৯৫০-এর দশকের শুরু থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত তিনি বেশ কিছু টেলিভিশন নাটকে কাজ করেন, যার সমাপ্তি ঘটে ১৯৮৭ সালে [[বেটি ডেভিস]]ের সাথে ''দ্য হোয়ালস অব অগাস্ট'' দিয়ে। পরবর্তী কালে তিনি নির্বাক চলচ্চিত্রের সংরক্ষণে নিমগ্ন ছিলেন। চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৭০ সালে তাকে [[একাডেমি সম্মানসূচক পুরস্কার]] প্রদান করা হয়। চলচ্চিত্রের জন্য সুখ্যাতি অর্জন করলেও গিশ একজন অসাধারণ মঞ্চ অভিনেত্রীও ছিলেন এবং ১৯৭২ সালে আমেরিকান থিয়েটার হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
 
==টীকা==