ফরাসি বিপ্লব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৬২ নং লাইন:
 
==দীর্ঘমেয়াদী প্রভাব==
ফরাসী বিপ্লব ইউরোপ এবং নতুন বিশ্বের উপর একটি বড় প্রভাব ফেলেছিল, মানব ইতিহাসের গতিপথ পরিবর্তনের নির্ণায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।
 
===বিপ্লববাদ ও সমাজতন্ত্র===
প্রাচীন রোমের বিপ্লবী গ্রাকাসের নাম গ্রহণ করেছিলেন ফ্রঁসোয়া নোয়েল ব্যাবুফ। গ্রাকাস ব্যাবুফ, দার্থে, সিলভা মারেশাল ও আরো কয়েকজন একত্রে একটি ষড়যন্ত্রের পরিকল্পনা করেন যা ‘সমানপন্থিদের ষড়যন্ত্র' নামে পরিচিত হয়েছে। অবশ্য ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। ব্যাবুফ দার্থে এবং আরো অনেকে পরের বছর এসব কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। ফরাসি বিপ্লবের মূল লক্ষ্য সমাজতন্ত্র ছিলো না যদিও সাম্যবাদ ও সমাজতন্ত্রের সূতিকাগার ছিলো সেটিই। ভোগের সাম্য এবং উৎপাদনের সাম্য, দুই ধরনের চিন্তাই ফরাসি বিপ্লবে দেখা যায়।<ref name="সাদি">{{cite book |last=সাদি |first1=অনুপ |title=সমাজতন্ত্র |chapter=ফরাসি বিপ্লবে সমানপন্থীদের ষড়যন্ত্র |edition=১ |publisher=ভাষাপ্রকাশ |year=২০১৫ |page=৮২-৮৩ }}</ref> জ্যাকবিনের কারণটি মার্কসবাদীরা উনিশ শতকের মাঝামাঝি সময়ে গ্রহণ করেছিলেন এবং বিশ্বজুড়ে কমিউনিস্ট চিন্তার উপাদান হিসেবে গ্রহণ করেছিলেন। [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নে]] "গ্রাক্কাস" ব্যাবুফ নায়ক হিসাবে গণ্য করা হত।<ref>{{cite book|last=Kołakowski|first=Leszek|title=Main Currents of Marxism: The Founders, the Golden Age, the Breakdown|url=https://books.google.com/books?id=qUCxpznbkaoC&pg=PA152|year=1978|publisher=W.W. Norton|pages=152–54|isbn=978-0-393-06054-6}}</ref>