ম্যাক্সিমিলিয়েন দ্য রোবসপিয়ের: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩৫ নং লাইন:
| signature = Signature de Maximilien de Robespierre.jpg
}}
'''ম্যাক্সিমিলিয়েন দ্য রোবসপিয়ের''' ({{lang-en|'''Maximilien François Marie Isidore de Robespierre'''}}) (৬ মে ১৭৫৮ – ২৮ জুলাই ১৭৯৪) ছিলেন [[ফরাসি বিপ্লব|ফরাসি বিপ্লবের]] নেতা, [[জঁ-জাক রুসো|জঁ-জাক রুসোর]] অনুরাগী, জ্যাকোবিন টেররের নেতা। তিনি শত্রু ছিলেন পোপ আর ক্যাথলিক চার্চের, কিন্তু 'অভিজাতদের নাস্তিকতা' তাঁরতার চোখে সন্দেহজনক ছিল, তাই তিনি বিশ্বাস করতেন ধর্মমুক্ত র‍্যাডিকাল মানবতাবাদী একেশ্বরবাদে যেই জাত-বর্ণ-গোত্র-লিঙ্গ নির্বিশেষে সব মানুষ ঈশ্বরের সৃষ্টি হিসেবে সমান।
 
==কর্মজীবন==
১৭৮৯ সালের ১৮ মে তিনি সংসদে প্রথম বক্তৃতা প্রদান করেন এবং ১৭৯১-এর ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৫০০ বার সংসদে তাঁরতার মতামত ব্যক্ত করেন। তিনি সংবিধান সভার সদস্য ছিলেন। ১৭৯১ এর জুন থেকে আগস্ট ১৭৯২ পর্যন্ত তিনি [[জ্যাকোবিন ক্লাব|জ্যাকোবিন ক্লাবে]] বক্তৃতা দেন ১০০ বার। তিনি ফ্রান্সকে যুদ্ধের পথ হতে ফেরাতে পারেননি। ১৭৯৩ সালের ২৭ জুলাই তিনি গণনিরাপত্তা কমিটির সদস্য হিসেবে যোগ দেন এবং ১৭৯৪ সালের ২৮ জুন থেকে গণনিরাপত্তা কমিটির সভায় যোগদান বন্ধ করে দেন। ২৭ জুলাই তাঁরতার বিরোধীগোষ্ঠী তাঁরতার বক্তৃতায় বাঁধা দেয়। বিশৃঙ্খলার ভেতরেই তাঁকেতাকে গ্রেপ্তারের আদেশ পাস হয়ে যায়।২৮ জুলাই ১৭৯৪ তাঁকেতাকে [[গিলোটিন|গিলোটিনে]] পাঠানো হয়<ref>প্রফুল্ল কুমার চক্রবর্তী; ফরাসি বিপ্লব; পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, জানুয়ারি, ২০০০; পৃষ্ঠা-৪১৮-৪১৯।</ref>
==তথ্যসূত্র==