জোসেফ ফুরিয়ে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২০ নং লাইন:
| footnotes =
}}
'''জঁ বাতিস্ত জোসেফ ফুরিয়ে'''<ref>এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে [[উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ]]-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।</ref> ({{lang-fr|Jean Baptiste Joseph Fourier}}) ([[২১শে মার্চ]], [[১৭৬৮]] - [[১৬ই মে]], [[১৮৩০]]) একজন প্রখ্যাত [[ফ্রান্স|ফরাসি]] গণিতবিদ। তিনি [[তাপীয় পরিবহন|তাপীয় পরিবহনের]] গাণিতিক তত্ত্ব প্রদানের জন্য বিখ্যাত হয়ে আছেন। যেকোন গাণিতিক [[অপেক্ষক|অপেক্ষককে]] বিশেষ কিছু [[ত্রিকোণমিতিক ধারা|ত্রিকোণমিতিক ধারার]] সাহায্যে প্রসারণের কৌশল এই তত্ত্বের অন্তর্গত। যদিও এইধরনের প্রসারণ-কৌশল তাঁরতার আগেই অনুসন্ধান করা হয়েছিল, তবু বিশেষ অবদানের জন্য তাঁরতার নামেই এদের নামকরণ করা হয়। [[ফুরিয়ে ধারা|ফুরিয়ে ধারাগুলোকে]] আজ বিজ্ঞানের নানা শাখায় এক অপরিহার্য সরঞ্জাম হিসেবে বিবেচনা করা হয়।
[[চিত্র:Fourier.jpg|thumb|জোসেফ ফুরিয়ে]]
== জন্ম ও কর্মজীবন ==
ফুরিয়ে [[প্যারিস|প্যারিসের]] প্রায় ১০০ মাইল দক্ষিণে অবস্থিত ওসের (Auxerre) শহরে জন্মগ্রহণ করেন। তাঁরতার জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ এবং কখনো প্রতিকূলও। মাত্র ৯ বছর বয়সে তিনি অনাথ হয়ে পড়েন। ওসের-এ অবস্থিত সাঁ-ব্যনোয়া-স্যুর-লোয়ার (Saint-Benoît-sur-Loire) নামের [[বেনেডিক্ট|বেনেডিক্টদের]] দ্বারা পরিচালিত মঠে শিক্ষারত অবস্থায় তিনি গণিতের প্রেমে পড়েন।
 
[[১৭৯৫]] সালে তিনি [[একোল নরমাল]] (École Normale)-এ (তিনি বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ছিলেন) এবং [[১৭৯৫]] থেকে [[১৭৯৮]] সাল পর্যন্ত [[একোল পোলিতেকনিক]] (École Polytechnique)-এ শিক্ষকতার দায়িত্ব পালন করেন।
২৯ নং লাইন:
তিনি [[ফরাসি বিপ্লব|ফরাসি বিপ্লবের]] একজন সক্রিয় সমর্থক ছিলেন। একাধিকবার তিনি অল্পের জন্য কারাবন্দিত্ব এবং মৃত্যুদন্ডের হাত থেকে বেঁচে যান। বিপ্লব পরবর্তী সময়ে তিনি [[প্রথম নেপোলিয়ান|প্রথম নেপোলিয়ানের]] সাথে ফরাসিদের নব-অধিকৃত অঞ্চল [[মিশর|মিশরে]] একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের উদ্দেশ্যে যান। [[১৮০১]] সালে ফরাসিরা মিশর ছেড়ে দেয়ার অব্যবহিত পরেই নেপোলিয়ান ফুরিয়ারকে দক্ষিণ ফ্রান্সের একটি বিভাগের প্রধান হিসাবে নিয়োগ দেন, যার কেন্দ্রীয় কার্যালয় [[গ্রেনোব্‌ল]] শহরে অবস্থিত ছিল।
 
গ্রেনোব্‌লে অবস্থানের সময়েই ফুরিয়ে তাঁরতার বেশীরভাগ গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কাজ সম্পাদন করেন। বিজ্ঞান ও রাজনীতি দুই ক্ষেত্রেই ছিল ফুরিয়ের স্বছন্দ বিচরণ। বিপ্লব এবং নেপোলিয়ানের দ্বারা উদ্দীপ্ত ফুরিয়ে গণিত ও বিজ্ঞানে অসামান্য অবদান রেখেছিলেন।
 
ফুরিয়ের জীবনের শেষ বছরগুলি কেটেছিল [[প্যারিস|প্যারিসে]]। সেখানে তিনি আকাদেমি দে সিয়ঁস (Académie des Sciences)-এর সেক্রেটারী পদলাভ করেন। পরবর্তীতে [[লাপ্লাস|লাপ্লাসের]] উত্তরসূরি হিসাবে একোল পোলিতেকনিক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন।
৩৫ নং লাইন:
== গ্রন্থাবলী ==
 
তাঁরতার লেখা গবেষণামূলক গ্রন্থ ''তাপের বিশ্লেষণী তত্ত্ব''-তে (১৮২২; প্রথম ইংরেজি অনুবাদ Analytical Theory of Heat, ১৮৭৮) তিনি ফুরিয়ে ধারার সাহায্য [[পর্যায়ক্রমিক অপেক্ষক|পর্যায়ক্রমিক অপেক্ষকগুলোকে]] কী ভাবে [[সাইন]] এবং [[কোসাইন|কোসাইনের]] [[অসীম ধারা]] হিসাবে প্রকাশ করা যায় তার বর্ণনা দেন।
 
== মৃত্যু ==