রবার্ট ডোয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন - অনুচ্ছেদ সৃষ্টি!
৬৬ নং লাইন:
[[English cricket team in South Africa in 1898–99|১৮৯৮-৯৯]] মৌসুমে [[মার্টিন হক|লর্ড হকের]] নেতৃত্বাধীন ইংরেজ দলে দক্ষিণ আফ্রিকা গমনের উদ্দেশ্যে তাকে রাখা হয়। দুই টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রথম টেস্টে অংশ নেন তিনি। ১৪ ফেব্রুয়ারি, ১৮৯৯ তারিখে জোহেন্সবার্গের ওল্ড ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের পক্ষে [[পেলহাম ওয়ার্নার]], [[জনি টিল্ডসলে]], ক্লেম উইলসন, [[উইলিস কাটেল]], [[ফ্রাঙ্ক মিলিগান]], [[Jack Board|জ্যাক বোর্ড]] ও [[শোফিল্ড হেই]] এবং দক্ষিণ আফ্রিকার পক্ষে [[ফ্রাঙ্ক মিচেল]], [[Vincent Tancred|ভিনসেন্ট ট্যানক্রেড]], হাওয়ার্ড ফ্রান্সিস, রবার্ট ডোয়ার, [[মারে বিসেট]], [[উইলিয়াম সলোমন]] ও রবার্ট গ্রাহামের একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ খেলায় তার দল ৩২ রানে পরাজিত হয়েছিল।
 
== ব্যক্তিগত জীবন ==
পেশাগত জীবনে আইনজীবী ছিলেন।<ref>''[[Wisden Cricketers' Almanack|Wisden]]'' 1965, p. 966.</ref> ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন তিনি। জারট্রুড নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন।<ref>{{cite web|title=Robert Reid Dower|url=https://www.geni.com/people/Robert-Dower/6000000034848300945|website=Geni|accessdate=9 November 2016}}</ref> এ দম্পতির চার পুত্র ও এক কন্যা রয়েছে। ১৫ সেপ্টেম্বর, ১৯৬৪ তারিখে ৮৮ বছর বয়সে কেপ প্রদেশের কেপ টাউন এলাকায় রবার্ট ডোয়ারের দেহাবসান ঘটে। মৃত্যুকালীন তিনি [[বর্ষীয়ান ক্রিকেটারদের তালিকা|বয়োজ্যেষ্ঠ জীবিত দক্ষিণ আফ্রিকান টেস্ট ক্রিকেটারের]] সম্মাননা লাভ করেন।
 
== তথ্যসূত্র ==