নগরাব্দ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ferdous (আলোচনা | অবদান)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
[[Image:Antoninianus-Pacatianus-1001-RIC 0006cf.jpg|thumb|300px|[[Antoninianus]] of [[Pacatianus]], [[Roman usurper|usurper]] of Roman emperor [[Philip the Arab|Philip]] in 248. It reads ''ROMAE AETER[NAE] AN[NO] MIL[LESIMO] ET PRIMO'', "To eternal Rome, in its one thousand and first year".]]{{অন্যান্য পঞ্জিকায় বছর}}
 
 
'''''আব উর্বে কন্দিতা''''' ({{IPA-la|ab ˈʊrbɛ ˈkɔndɪtaː}}), বা '''''এন্নো উরবিস কন্দিতে''''' ({{IPA-la|ˈannoː ˈʊrbɪs ˈkɔndɪtae̯}}), প্রায়শই সংক্ষেপে এইউসি বলা হয় এবং শাস্ত্রীয় ঐতিহাসিকেরা প্রাচীন রোমের বছর বোঝাতে ব্যবহার করে। "আব উর্বে কন্দিতা"র আক্ষরিক অর্থ (রোম) শহরের প্রতিষ্ঠা, অন্যদিকে "এন্নো উরবিস কন্দিতে" র অর্থ "শহর পত্তনের বছর"। রোমের গোড়াপত্তনের ঐতিহ্যবাহী বছর হচ্ছে ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দ। একে AUC ১ লেখা হয়। সে হিসেবে ১ খ্রিস্টাব্দকে AUC ৭৫৪ বলা যায়। ২৭ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত রোমান সাম্রাজ্যের অউক বছর হবে AUC ৭২৭।
৯ ⟶ ৮ নং লাইন:
রোম নগরের প্রতিষ্ঠা করে প্রথম খ্রিস্টপূর্বাব্দে মারকুস টেরেনটিয়াস ভাররো ২১ এপ্রিল ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে। ভারো সম্ভবত কনসালের তালিকা (ভূলভাবে) ব্যবহার করেছিলেন এবং বছরকে আব উর্বে কন্দিতা ২৪৫, হেলিকারনাসসাসের দাইওনিসিয়াসের ২৪৪ বছর পর বিরতি ধরে। এই হিসাবের নির্ভুলতা কখনো নির্ণয় করা না গেলেও এটা বিশ্বব্যাপী এখনো ব্যবহৃত হচ্ছে।
ক্লডিয়াসের সময় থেকে (শাসনলাল ৪১ খ্রিস্টাব্দ থেকে ৫৪ খ্রিস্টাব্দ) এই গণনা অন্যান্য গণনাকে অবদমিত করে ফেলে। নগরীর বাৎসরিক উদযাপন একটি রাজকীয় প্রোপাগান্ডায় পরিনত হয়। নগরী প্রতিষ্ঠার আটশো বছরের মাথায় ৪৮ খ্রিস্টাব্দে ক্লডিয়াস নগরীর সম্মানে জাঁকালো বার্ষিকী পালন করে। একই রকম উদযাপন করে হাদ্রিয়ান ও এন্টোনিয়াস পাইয়াস ১২১ এবং ১৪৭ ও ১৪৮ খ্রিস্টাব্দে।
 
২৪৮ খ্রিস্টাব্দে ফিলিপ দ্যা আরব রোমের শতবার্ষিকী পালন করেন। উদযাপনের অংশ হিসেবে তার রাজ্যে মুদ্রা চালু করেন