ইমাম বুখারী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সত্য অপলাপ (আলোচনা | অবদান)
সত্য অপলাপ (আলোচনা | অবদান)
৫৮ নং লাইন:
'''তাঁর উল্লেখযোগ্য ছাত্রদের মধ্যে রয়েছেন '''
 
১।১) ইমাম মুসলিম রঃ
২।২) ইমাম তিরমিজী রঃ
৩।৩) ইমাম নাসাঈ সহ আরো অনেকে রঃ
৪) আবু হাতেম রাজি রঃ
৫) আবু যুররা রঃ
৬) ছালেহ বিন মোহাম্মদ রঃ
৭) আবু বকর বিন খুয়ায়মা রঃ
৮) ইয়াহইয়া ইবনে মুহাম্মদ রঃ
 
'''তিনি যাদের কাছে হাদীস শুনেছেন তাদের মধ্যে বিশিষ্টজন '''<ref><ref></ref></ref>
২। ইমাম তিরমিজী
 
৩। ইমাম নাসাঈ সহ আরো অনেকে
 
'''তিনি যাদের কাছে হাদীস শুনেছেন তাদের মধ্যে বিশিষ্টজন '''
 
১। ইমাম আহমাদ বিন হাম্বাল
 
২। ইসহাক বিন রাহওয়াই সহ আরও অনেকে।
<ref> ছোটদের ইমাম বোখারী - আ. মো. আবদিল্লাহিল মাহমুদ</ref>
নিশাপুরের ইতিহাস গ্রন্থে আবু আব্দুল্লাহ ইমাম বুখারীর হাদিস সংগ্রেহের ব্যপারে বলেন, তিনি মক্কায়- আবু ওয়ালীদ ইবনে আব্দুল্লাহ ও ইসমাঈল বিন সালাম, বোখারায়- মোহাম্মাদ বিন সালাম ও হারুন বিন আল আশায়ের, বলখে- মক্কী ইবনে ইবরাহীম বলখী ও ইয়াহিয়া ইবনে শিবর, হেরাতে- আহমদ ইবনে ওয়ালীদ, নিশাপুরে- ইসহাক ইবনে রাহওয়াইহ ও ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, রাই প্রদেশ্রে- ইব্রাহীম মুসা, বাগদাদে মুহাম্মদ ইবনে ঈসা ও মুহাম্মদ বিন সাবিত এবং আহমদ বিন হাম্বল, বসরায়- আবু আসেম ও সাফওয়ান বিন ঈসা, জাজীরায়- আহমদ বীন আব্দুল মালেক ও আহমদ বিন ইয়াজিদ (রঃ) নিকট থেকে হাদিস সংগ্রহ করেছেন।