সমুদ্রগুপ্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৩ নং লাইন:
*'''অচ্যুত''' – অহিচ্ছত্রের রাজা। [[উত্তর প্রদেশ|উত্তর প্রদেশের]] [[বেরিলি জেলা|বেরিলি জেলার]] রামনগরে প্রাপ্ত আনুমানিক খ্রিস্টীয় তৃতীয় শতকের কয়েকটি মুদ্রায় ‘অচ্যু’ নামে এক রাজার উল্লেখ পাওয়া যায়। ই জে ব়্যাপসন ও ভিনসেন্ট স্মিথ এই মুদ্রাগুলি পরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হন যে অচ্যু ও অচ্যুত একই ব্যক্তি ও অহিচ্ছত্রের রাজা। এই মত প্রায় সকল ঐতিহাসিকই গ্রহণ করেন।
 
*'''নাগসেন''' – পরবর্তীকালের রচনা [[বাণভট্ট|বাণভট্টের]] ''[[হর্ষচরিত]]'' গ্রন্থে নাগসেনের পরিচয় উল্লেখ করা হয়েছে। ইনি নাগবংশজাত ও পদ্মাবতীর শাসনকর্তা। পদ্মাবতী অধুনা [[মধ্যপ্রদেশ|মধ্যপ্রদেশের]] নরওয়ারের নিকটস্থ পদম পাওয়া অঞ্চল। ই জে ব়্যাপসন এলাহাবাদ প্রশস্তির নাগসেনকে এই পদ্মাবতীর নাগসেন হিসাবে চিহ্নিত করেছেন। তাঁর মত অন্যান্য ঐতিহাসিকগণ স্বীকারও করেছেন।
 
==পাদটীকা==