অ্যাডাম স্মিথ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সম্পাদনা সারাংশ নেই
২৬ নং লাইন:
==প্রাথমিক জীবন==
 
এডামের জন্ম ফিফের কিরক্যালডি নামক স্থানে। তার বাবার নামও ছিল এডাম স্মিথ যিনি স্কটিশ সিনেটের একজন লেখক উকিল এবং অভিশংসক ছিলেন। এছাড়াও তিনি কিরক্যালডির শুল্ক বিভাগের নিয়ামক ছিলেন।<ref name=":0">{{বই উদ্ধৃতি|শিরোনাম=লাইফ অফ এডাম স্মিথ|শেষাংশ=|প্রথমাংশ=|বছর=১৮৯৫|প্রকাশক=Rae, John|অবস্থান=লন্ডনঃ নিউইয়র্ক, ম্যাকমিলান|পাতাসমূহ=.৫|আইএসবিএন=ISBN 0-393-06121-3.}}</ref> ১৭২০সালে তিনি মার্গারেট ডগলাসকে বিবাহ করেন যে জমিদার রবার্ট ডগলাসের কন্যা ছিলেন। তার বয়স যখন ২ মাস তখন তার বাবা মারা যান তার মা কে রেখে।<ref name=":1">{{বই উদ্ধৃতি|শিরোনাম=বাসিং বাকস, ইনফ্লুয়েনশিয়াল ইকোনোমিক্স।|শেষাংশ=|প্রথমাংশ=|বছর=|প্রকাশক=দ্যা অলিভার প্রেস|অবস্থান=|পাতাসমূহ=৩৮-৩৯|আইএসবিএন=ISBN 1-881508-72-2.}}</ref> তার ধর্ম শিক্ষা হয় কিরক্যালডির চার্চ অফ স্কটল্যান্ডে ৫ই জুন ১৭২৩ সালে<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=বুচান জেমস, দ্যা অথেন্টিক এডাম স্মিথ, হিজ লাইফ এন্ড আইডিয়া|শেষাংশ=|প্রথমাংশ=|বছর=২০০৬|প্রকাশক=নরটন এন্ড কোম্পানি|অবস্থান=|পাতাসমূহ=১২|আইএসবিএন=ISBN 0-393-06121-3.}}</ref> এবং এই সালকেই সবসময় তার জন্মসাল হিসেবে মনে করা হয়।<ref name=":0" /> তাঁর জীবনীর লেখক স্কটিস সাংবাদিক জন রে এর কাছ থেকে জানা যায় তাঁকে শৈশবে একবার বেদুইনের দল ধরে নিয়ে যায় এবং পরে অনেক খোজা খুজির পর তাকে পাওয়া যায়।<ref name=":0" /> স্মিথ তার মায়ের সাথে অনেক ঘনিষ্ঠ ছিলেন, এবং তিনিই স্মিথের পড়ালেখা সম্পর্কিত উচ্চাকাঙ্ক্ষাকে উৎসাহ দেন।<ref name=":1" /> ১৭২৯ থেকে ১৭৩৭ সাল পর্যন্ত স্মিথ কিরক্যাল্ডির বার্গ স্কুলে ভর্তি হন যাকে জন রে "স্কটল্যান্ডের তৎকালীন সর্বত্তম স্কুল্গুলোর একটি" বলেছেন,<ref name=":0" /> সেখানে তিনি লাটিন, গনিত, ইতিহাস এবং লেখা চর্চা করেন।<ref name=":1" />{{সামাজিক ও রাজনৈতিক দর্শন}}
 
==তথ্যসূত্র==
 
{{সূত্র তালিকা}}
{{সামাজিক ও রাজনৈতিক দর্শন}}
 
[[বিষয়শ্রেণী:১৭২৩-এ জন্ম]]
 
[[বিষয়শ্রেণী:১৭৯০-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:ইংরেজ অর্থনীতিবিদ]]