শাহ মুহম্মদ সগীর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:চট্টগ্রাম জেলার ব্যক্তি অপসারণ
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
১ নং লাইন:
{{one source|date=এপ্রিল ২০১৪}}
'''শাহ মুহাম্মদ সগীর''' আনুমানিক ১৩-১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান [[গিয়াসউদ্দিন আজম শাহ]] এর রাজত্বকালে (১৩৮৯-১৪১১ খ্রিষ্টাব্দে) [[ইউসুফ-জোলেখা]] কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী। কাব্যরস পরিবেশন অপেক্ষা ধর্মীয় প্রেরণা সৃষ্টির প্রতিই কবির অধিক আগ্রহ লক্ষ করা যায়। সে যুগে দেশি ভাষার রসাশ্রয়ী ধর্মকাহিনী রচনা করার মধ্যে কবির সৎসাহসের পরিচয় মেলে। বাইবেল-কুরআন কিংবা ফিরদৌসী-জামীর অনুসরণে কাহিনী-কাব্যটি কল্পিত হলেও তাতে বাঙলাদেশ ও বাঙালি-জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। <ref>[[রফিকুল ইসলাম (অধ্যাপক)|রফিকুল ইসলাম]] ও অন্যান্য সম্পাদিত; কবিতা সংগ্রহ; ঢাকা বিশ্ববিদ্যালয়; জুলাই ১৯৯০; পৃষ্ঠা- ৪৩৮।</ref> কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দশকে রচনা করা হয়েছিল বলে অনুমান করা হয়। তাঁর কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করে [[মুহম্মদ এনামুল হক|ড. মুহম্মদ এনামুল হক]] তাঁকে [[চট্টগ্রাম|চট্টগ্রামের]] অধিবাসী বলে বিবেচনা করেছেন। তিনি কাব্যচর্চায় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তাঁর কাব্যে ধর্মীয় পটভুমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। তাঁর কাব্যে শিল্পমূল্য অতুলনীয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=বাংলাপেডিয়ায় শাহ মুহম্মদ সগীর |ইউআরএল=http://www.banglapedia.org/HT/S_0280.htm |সংগ্রহের-তারিখ=২১ এপ্রিল ২০১৫ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20141109210134/http://www.banglapedia.org/HT/S_0280.htm |আর্কাইভের-তারিখ=৯ নভেম্বর ২০১৪ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
 
==তথ্যসূত্র==