অম্বর রায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
অবসর - অনুচ্ছেদ সৃষ্টি!
৬৮ নং লাইন:
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন অম্বর রায়। ৩ অক্টোবর, ১৯৬৯ তারিখে নাগপুরে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১২ ডিসেম্বর, ১৯৬৯ তারিখে কলকাতায় সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
নাগপুরে অভিষেক ঘটা খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৮ রান তুলেছিলেন। এ ইনিংসে দশটি [[Boundary_(cricket)#Scoring_runs|বাউন্ডারির]] মার ছিল।<ref>[http://www.cricinfo.com/ci/engine/match/63046.html] Cricinfo Scorecards: India Vs NZ 3–8 Oct. 1969 (Retrieved on 2009-06-27)</ref>
 
== অবসর ==
[[ক্রিকেট]] খেলা থেকে অবসর গ্রহণের পর ১৫ বছর বাংলা দলের নির্বাচকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়েই [[সৌরভ গঙ্গোপাধ্যায়|সৌরভ গাঙ্গুলী’র]] ন্যায় সেরা খেলোয়াড় বাছাইয়ে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। এছাড়াও, ১৯৮৪ থেকে ১৯৮৬ সময়কালে [[ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড|জাতীয় দল নির্বাচকেরও]] দায়িত্বে ছিলেন। ভারতের অন্যতম সুপরিচিত উদ্বোধনী ব্যাটসম্যান [[পঙ্কজ রায়|পঙ্কজ রায়ের]] ভাইপো তিনি।
 
জীবনের শেষদিকে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন। অতঃপর ১৯ সেপ্টেম্বর, ১৯৯৭ তারিখে ৫২ বছর বয়সে কলকাতায় অম্বর রায়ের দেহাবসান ঘটে।