গুয়াদালকিবির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্রপ্রদান
→‎নামকরণের ইতিহাস: সম্প্রসারণ
৬ নং লাইন:
নদীটি বর্তমানে গুয়াদালকিবির নদী হিসেবে পরিচিত। এই নামটি আসলে নদীটির আরবী নাম ''আল-ওয়াদি আল কবির''-এর অপভ্রংশ। কিন্তু একাদশ শতাব্দীর আগে এই নাম বা তার মূল আরবী নামটিও খুব বেশি পরিচিত ছিল না। ইতিহাসের নানা পর্বে নদীটি অন্যান্য নানা নামে পরিচিত ছিল।
===ঐতিহাসিক নাম===
# '''বেতিস''' - ইতিহাসে আমরা এই নদীটির প্রথম যে নামে পরিচিতি দেখতে পাই তা হল ''বেতিস''। এই নামটির উৎস অনিশ্চিত, যদিও এটুকু নিশ্চিত ভাবেই বলা সম্ভব যে নামটি প্রাকরোমীয় যুগের। হতে পারে নামটি কোনও [[কেল্টীয় ভাষাসমূহ|কেল্টিক ভাষা]], [[ইবেরীয় ভাষা]] বা [[লিগুরীয় ভাষা]] জাত। নামটির মূল অংশ ''বায়েত'' বা ''বায়েস'' শব্দটির দেখা মেলে [[স্পেন]], [[ফ্রান্স]] বা [[বেলজিয়াম|বেলজিয়ামে]] চালু বিভিন্ন প্রাচীন ভাষাতেই। এই মূল শব্দটির উপর ভিত্তি করে বিভিন্ন স্থাননাম, উপজাতির নাম, এমনকি দেবতার নামও গড়ে উঠেছিল - ''বায়েতুরিয়া, বায়েতুলো, বায়েতেরা, বায়েতোরিক্স, বায়েতাসি, বায়েসিসথেরিস, বায়েসাদিনেস, বাসিপ্পো, বেসিলুস, বেসারো, বায়েসুলা, বায়েথিলা, বায়েসুকথি, বায়েসেইয়া, বায়েসেরতে'', প্রভৃতি।<ref name="Barberán">Vicente González Barberán (1977). ''Guadalquivires''. Confederación Hidrográfica del Guadalquivir, Cádiz. ISBN 84-85268-24-5. P. 69 - 70.</ref> এমনকি বর্তমানেও বহুল প্রচলিত বেশ কিছু স্থাননামও এই একই মূল শব্দ থেকে এসেছে - ''বায়েথা, বেথিয়েরস, বেসোস, বাইলেন, বেসালু, উবেদা,'' প্রভৃতি। কোনও কোনও গবেষকের মতে [[ফিনিশীয়|ফিনিশীয়রা]] নদীটিকে ''বেতসি'' নামে ডাকতো; এই নামটি [[কানাইট ভাষা]] প্রসূত।<ref name="Barberán" />
# '''থারসিস''' - খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে গ্রিক নাবিকরা এই অঞ্চলে পদার্পণ করে। তারা এই নদীর নামকরণ করে ''থারসিস''। বলা বাহুল্য, এই অঞ্চলের [[তারতেসোস]] রাজ্যের নাম থেকেই এই নাম।<ref>[[স্তেসিকোরাস]] (৬০০ খ্রিস্টপূর্বাব্দ), [[''গেরিয়োনেইস'']], উল্লিখিত [[স্ট্রাবো]], III.2.11. (FORNES: ''Hispania Antigua'', p. 148)</ref> যাইহোক, তারতেশীয়রা কিন্তু তখনও তাদের রাজ্যের এই কেন্দ্রীয় নদীকে 'বেতিস' বলেই অভিহিত করত। [[রোমান সাম্রাজ্য|রোমানরা]] এই অঞ্চল [[কার্থেজ সাম্রাজ্য|কার্থেজীয়দের]] হাত থেকে দখল করে; তারাও এই নদীকে সাধারণভাবে তার পুরনো নামে 'বেতিস' হিসেবেই চিনত। তবে সেই সময় এই নদীর যে আরও কিছু নামও চালু হয়েছিল - তার প্রমাণও আছে। যেমন ৬ষ্ঠ শতাব্দীর বাইজান্টিয়ান ভৌগোলিক [[স্তেফানুস]] একে ''পেরকেস'' বা ''পেরথি'' নামে অভিহিত করেছেন; আবার প্রথম শতাব্দীর রোমান ঐতিহাসিক [[টিটাস লিভিয়াস]] একে ''থেরতিস'' নামে উল্লেখ করেছেন।<ref name="Barberán" />
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}