গুয়াদালকিবির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:ইউরোপের ঐতিহাসিক জলপথ যোগ
বিষয়বস্তু যোগ ও সম্প্রসারণ
১ নং লাইন:
{{কাজ চলছে}}
[[চিত্র:Localización del río Guadalquivir.png|thumb|300px|ইবেরীয় উপদ্বীপে গুয়াদালকিবির নদীর অবস্থান]]
'''গুয়াদালকিবির''' নদী ([[স্পেনীয় ভাষা|স্পেনীয়]] - ''Río Guadalquivir''; ''রিও গুয়াদালকিবির''; [[আরবি ভাষা|আরবী]] - ''الوادي الكبير''; ''আল-ওয়াদি আল-কবির''; "বড় নদী"<ref>Rafael Valencia (1992). [https://books.google.co.in/books?id=cbfORLWv1HkC&pg=PA136&redir_esc=y#v=onepage&q&f=false "Islamic Seville: Its Political, Social and Cultural History"]. In Salma Khadra Jayyusi, Manuela Marín (ed.). ''The Legacy of Muslim Spain''. BRILL. p. 136. ISBN 90-04-09599-3.</ref>) হল দক্ষিণ স্পেনের [[আন্দালুসিয়া]] স্বশাসিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। নদীটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪০০ মিটার উর্ধ্বে স্পেনের [[খায়েন প্রদেশ|খায়েন প্রদেশের]] [[সিএরা দে কাথোর্লা]] পর্বতের ''কানিয়াদা দে লাস ফুয়েন্তেস'' থেকে উৎপন্ন হয়ে মূলত পশ্চিমে ও কিছুটা দক্ষিণে প্রবাহিত হয়ে [[কাদিথ প্রদেশ|কাদিথ প্রদেশের]] [[সানলুকা দে বারামেদা]] শহরের কাছে সমুদ্রে পড়েছে।<ref name="riosdelplaneta">[https://riosdelplaneta.com/guadalquivir/ Guadalquivir: nacimiento, desembocadura, afluentes y más]. Actualizado en abril 11, 2019. সংগৃহীত ৭ অক্টোবর, ২০১৯।</ref> উৎস থেকে মোহনা পর্যন্ত ৬৫৭ কিলোমিটার লম্বা<ref>«Cuenca: Guadalquivir». Instituto Geográfico Nacional. সংগৃহীত ২৯ সেপ্টেম্বর, ২০১৬।</ref> এই নদীটি [[ইবেরীয় উপদ্বীপ|ইবেরীয় উপদ্বীপের]] পঞ্চম দীর্ঘতম নদী<ref name="riosdelplaneta" /> ([[তেজো]], [[এবরো]], [[দোরু নদী|দোরু]] ও [[গুয়াদিয়ানা|গুয়াদিয়ানার]] পর)। নদীটি স্পেনের দ্বিতীয় দীর্ঘতম নদী, যার গতিপথ সম্পূর্ণরূপেই স্পেনের মধ্যেই সীমাবদ্ধ। বর্তমানে [[কাদিথ উপসাগর]] থেকে [[সেভিয়া]] পর্যন্ত নদীটি নৌ চলাচলযোগ্য; রোমান যুগে এই নদীপথে এমনকি [[কর্দোবা]] ও কখনও কখনো আন্দুখার পর্যন্ত যাতায়াত ও বাণিজ্য চলত।<ref name="riosdelplaneta" /> আন্দালুসিয়ার মধ্যে দিয়ে পূর্ব থেকে পশ্চিম অভিমুখে এর গতিপথে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসখ্যাত নগর ও বাণিজ্যকেন্দ্র গড়ে উঠেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল [[আন্দুখার]], [[কর্দোবা]] ও [[সেভিয়া]]। একাদশ শতাব্দীতে আরবরা ''আল-ওয়াদি আল-কবির'' ("বড় নদী"} বলে এর নতুন নামকরণ করার আগে পর্যন্ত '''বেতিস''' (''Baetis'' বা ''Betis'') নামে এই নদী পরিচিত ছিল।
 
==নামকরণের ইতিহাস==
নদীটি বর্তমানে গুয়াদালকিবির নদী হিসেবে পরিচিত। এই নামটি আসলে নদীটির আরবী নাম ''আল-ওয়াদি আল কবির''-এর অপভ্রংশ। কিন্তু একাদশ শতাব্দীর আগে এই নাম বা তার মূল আরবী নামটিও খুব বেশি পরিচিত ছিল না। ইতিহাসের নানা পর্বে নদীটি অন্যান্য নানা নামে পরিচিত ছিল।
===ঐতিহাসিক নাম===
# '''বেতিস''' - ইতিহাসে আমরা এই নদীটির প্রথম যে নামে পরিচিতি দেখতে পাই তা হল ''বেতিস''। এই নামটির উৎস অনিশ্চিত, যদিও এটুকু নিশ্চিত ভাবেই বলা সম্ভব যে নামটি প্রাকরোমীয় যুগের। হতে পারে নামটি কোনও [[কেল্টীয় ভাষাসমূহ|কেল্টিক ভাষা]], [[ইবেরীয় ভাষা]] বা [[লিগুরীয় ভাষা]] জাত। নামটির মূল অংশ ''বায়েত'' বা ''বায়েস'' শব্দটির দেখা মেলে [[স্পেন]], [[ফ্রান্স]] বা [[বেলজিয়াম|বেলজিয়ামে]] চালু বিভিন্ন প্রাচীন ভাষাতেই। এই মূল শব্দটির উপর ভিত্তি করে বিভিন্ন স্থাননাম, উপজাতির নাম, এমনকি দেবতার নামও গড়ে উঠেছিল - ''বায়েতুরিয়া, বায়েতুলো, বায়েতেরা, বায়েতোরিক্স, বায়েতাসি, বায়েসিসথেরিস, বায়েসাদিনেস, বাসিপ্পো, বেসিলুস, বেসারো, বায়েসুলা, বায়েথিলা, বায়েসুকথি, বায়েসেইয়া, বায়েসেরতে'', প্রভৃতি।<ref name="Barberán">Vicente González Barberán (1977). ''Guadalquivires''. Confederación Hidrográfica del Guadalquivir, Cádiz. ISBN 84-85268-24-5. P. 69 - 70.</ref> এমনকি বর্তমানেও বহুল প্রচলিত বেশ কিছু স্থাননামও এই একই মূল শব্দ থেকে এসেছে - ''বায়েথা, বেথিয়েরস, বেসোস, বাইলেন, বেসালু, উবেদা,'' প্রভৃতি। কোনও কোনও গবেষকের মতে [[ফিনিশীয়|ফিনিশীয়রা]] নদীটিকে ''বেতসি'' নামে ডাকতো; এই নামটি [[কানাইট ভাষা]] প্রসূত।<ref name="Barberán" />
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}