ভালেনসিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Zaheen (আলোচনা | অবদান)
সম্প্রসারণ (ভূমিকা)
১১৪ নং লাইন:
[[ইবেরীয় উপদ্বীপের]] পূর্বভাগে ভূমধ্যসাগরের উপকূলে বালেনসিয়া উপসাগরের মাথায়, [[তুরিয়া নদী]]র তীরে অবস্থিত একটি বন্দর শহর। বালেনসিয়া কন্টেইনারের (জাহাজের বিশেষ মালবাহী বাক্স) সংখ্যার বিচারে ভূমধ্যসাগরের ব্যস্ততম ও সমগ্র ইউরোপের ৫ম ব্যস্ততম সমুদ্র বন্দর।
 
ইতিহাসে ১৩৮ খ্রিস্টপূর্বাব্দে প্রথম এখানে রোমানরা ওয়ালেন্তিয়া এদেতানোরুম (Valentia Edetanorum) নামের একটি লোকালয় স্থাপন করেছিল। পরে ৪১৩ খ্রিস্টাব্দে ভিসিগথ জাতির লোকেরা এবং তারও পরে ৭১৪ খ্রিস্টাব্দে মুর জাতির লোকেরা (ইসলাম ধর্মাবলম্বী স্পেনীয়-বার্বার জাতির লোক) শহরটি দখলে নেয়। ১০২১ সালে ত'ইফা বালেনসিয়া নামের নবপ্রতিষ্ঠিত মুর রাজ্যের রাজধানীতে পরিণত হয় এই শহরটি। মুররা নতুন ভাষা, ধর্ম, রীতিনীতি, শস্য ও সেচ পদ্ধতির প্রবর্তন করে। ১২৩৮ খ্রিস্টাব্দের পরে এটি রাজা ১ম জাউমে-র নেতৃত্বাধীন আরাগন রাজ্যের অধীনস্থ একটি প্রজারাজ্যের অংশে পরিণত হয়। রাজা জাউমে "ফুর্স দে বালেনসিয়া" নামের কানুন বা সংবিধি প্রবর্তন করেন, যা পরবর্তী ৪ শতাব্দী ধরে বালেনসিয়াতে বহাল থাকে। ১৪৭৪ সালে বালেন্সিয়াতে স্পেনের ইতিহাসের প্রথম ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয়। এর পরবর্তী ২ শতাব্দী ধরে শহরটি বালেন্সিয়া ঘরানার শিল্পকলার কেন্দ্র ছিল। উপদ্বীপীয় যুদ্ধের সময় শহরটি বড় ক্ষতির শিকার হয়। ১৯৫৭ সাকে বন্যার কারণেও শহরের ক্ষয়ক্ষতি হয়। বালেন্সিয়া বন্দর থেকে কৃষিদ্রব্য এবং শিল্পজাত পণ্য জাহাজযোগে প্রেরণ করা হয়।
 
বালেনসিয়ার ঐতিহাসিক শহরকেন্দ্রটি স্পেনের বৃহত্তম, যার আয়তন প্রায় ১৬৯ হেক্টর;<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.ayto-valencia.es/ayuntamiento/webs/estadistica/inf_dtba/pub/Districte_01.pdf|title=Districte 1. Ciutat Vella|work=Oficina d'Estadística. Ajuntament de València|language=Catalan, Spanish|year=2008|accessdate=16 February 2010|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20100405033648/http://www.ayto-valencia.es/ayuntamiento/webs/estadistica/inf_dtba/pub/Districte_01.pdf|আর্কাইভের-তারিখ=৫ এপ্রিল ২০১০|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> প্রাচীন স্মৃতিসৌধ, ঐতিহ্য ও সাংস্কৃতিক আকর্ষণ বালেনসিয়াকে স্পেনের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থলগুলির একটিতে পরিণত করেছে।