টাইটানিক (১৯৯৭-এর চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্য হালনাগাদকরণ
১৯ নং লাইন:
| ভাষা = [[ইংরেজি ভাষা|ইংরেজি]]
| নির্মাণব্যয় = [[মার্কিন ডলার|US$]] ২০কোটি<ref name="budget">[http://www.boxofficemojo.com/movies/?id=titanic.htm "Box office statistics for ''Titanic'' (1997)"]. [[বক্স অফিস মোজো]]. Retrieved October 15, 2006.</ref>
| আয় = [[মার্কিন ডলার|US$]]২.১৮৭ বিলিয়ন ১,৮৪৮,৮১৩,৭৯৫<ref>[http://www.the-numbers.com/movies/1997/TITAN.php Movie ''Titanic'' - Box Office Data, News, Cast Information - The Numbers<!-- Bot generated title -->]</ref>
}}
 
২৬ নং লাইন:
[[১৯৯৫]] সালে টাইটানিকের চলচ্চিত্রায়ন শুরু হয়। সে সময় ক্যামেরন আটলান্টিকের তলায় টাইটানিকের আসল ভগ্নাবশেষের ছবি তোলা শুরু করেছিলেন। তিনি প্রেম কাহিনীর অবতারণা ঘটিয়েছিলেন মানুষের বাস্তব জীবনের ট্রাজেডির মাধ্যমে টাইটানিকের ট্রাজেডি ফুটিয়ে তোলার জন্য। ছবির আধুনিক সময়ের শ্যুটিং করা হয়েছে রাশিয়ার মির অভিযানের সহযোগী জাহাজ Akademik Mstislav Keldysh-এ, আর প্রাচীন টাইটানিকের শ্যুটিংয়ের জন্য পুরনো টাইটানিক নতুন করে তৈরি করা হয়েছে। বাহা ক্যালিফোর্নিয়ার Playas de Rosarito-তে টাইটানিক পুনর্নির্মাণ করা হয়েছে। এছাড়া টাইটানিকডুবির দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ক্যামেরন স্কেল মডেলিং ও কম্পিউটার এনিমেশনের সাহায্য নিয়েছেন। তৎকালীন সময়ে টাইটানিকই ছিল পৃথিবীর সবচেয়ে বড় বাজেটের ছবি। এই চলচ্চিত্র তৈরীতে মোট ব্যয় হয়েছে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। [[প্যারামাউন্ট পিকচার্স]] ও [[টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স]] যৌথভাবে এই অর্থের যোগান দিয়েছে।
 
[[১৯৯৭]] সালের [[২রা জুলাই]] মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্মাণ প্রক্রিয়ায় বিলম্বের কারণে অবশেষে [[১৯শে ডিসেম্বর]] টাইটানিক মুক্তি পায়। মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কথা শুনে অনেকেই ভেবে বসেছিলেন, এই ছবির মুক্তি পাওয়া আর হবে না এবং ফক্স ও প্যারামাউন্ট বিশাল লোকসানের সম্মুখীন হবে। আশা খুব বেশি না থাকলেও মুক্তির পর টাইটানিক সমালোচক ও দর্শক সবার কাছ থেকেই বিপুল প্রশংসা পায়। টাইটানিকের সবচেয়ে বড় দুটি অর্জন হচ্ছে: ১৪টির মধ্যে ১১টি ক্ষেত্রেই [[একাডেমি পুরস্কার]] জিতে নেয়া এবং সর্বকালের সবচেয়ে বেশী উপার্জন করা। স্ফীতির বিষয়টা বাদ দিলে টাইটানিকের চেয়ে বেশী আয় এ পর্যন্ত কোন সিনেমা করতে পারেনি। টাইটানিক মোট .১৮৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। অবশ্য মূল্যস্ফীতি বিবেচনা করলে উত্তর আমেরিকার সবচেয়ে বেশী উপার্জনকারী সিনেমার তালিকায় টাইটানিক ৬ নম্বরে থাকে। আর অস্কার ১১টির বেশি কোন সিনেমাই পায়নি। টাইটানিক ছাড়া একমাত্র [[বেন-হার]] ও [[লর্ড অফ দ্য রিংস: দ্য রিটার্ন অফ দ্য কিং]]-ই ১১টি ক্ষেত্রে অস্কার পেয়েছে।
 
== কাহিনী ==