যশোর জিলা স্কুল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
স্পেস ডিলিট
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{one source|date=এপ্রিল ২০১৪}}
{{ref improve|date=এপ্রিল ২০১৪}}
{{Infobox school
| name = যশোর জিলা স্কুল
৬২ ⟶ ৬০ নং লাইন:
 
'''যশোর জিলা স্কুল''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[যশোর জেলা|যশোর জেলায়]] অবস্থিত একটি সরকারী বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৩৮ সালের ৩ ফেব্রুয়ারি। এটি যশোর জেলাসহ সমগ্র বাংলার প্রাচীনতম বিদ্যালয়সমূহের অন্যতম।এই বিদ্যালয়ে প্রায় ২০০০ জন ছাত্র প্রভাতী ও দিবা শাখায় অধ্যয়ন করে।<ref name="bpedia">[http://bn.banglapedia.org/index.php?title=যশোর_জিলা_স্কুল বাংলাপিডিয়াতে যশোর জিলা স্কুল]।</ref> যশোর জেলা স্কুলের প্রখ্যাত শিক্ষকদের মধ্যে আছেন [[মুহম্মদ শহীদুল্লাহ|ডঃ মুহম্মদ শহীদুল্লাহ]] এবং কৃষ্ণ চন্দ্র মজুমদার।
[[File:Jessore Zila School.jpg|thumb|যশোর জিলা স্কুল]]<ref name="banglapedia">{{বই উদ্ধৃতি |শেষাংশ1=জিলা স্কুল |প্রথমাংশ1=যশোর |শিরোনাম=বাংলাপিডিয়ায় যশোর জিলা স্কুল |প্রকাশক=[[বাংলাপিডিয়া]] |ইউআরএল=http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0_%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE_%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2}}</ref>
[[File:Jessore Zila School.jpg|thumb|যশোর জিলা স্কুল]]
 
== ইতিহাস ==
এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৩৮ সালের ৩ ফেব্রুয়ারি। আর জিলা স্কুল নামকরণ হয় ১৮৭২ সালে। স্কুল শুরু হয়েছিল ১৩২ জন শিক্ষার্থী নিয়ে। প্রথমে এটি স্থানীয় রানীর বাংলো বাড়িতে শুরু হয়েছিল, পরবর্তীতে এই স্কুলটি যশোর এর খড়কীতে ৭.৮ একর জমি অনুদান পায় এবং সেখানে স্থায়ীভাবে শুরু হয় স্কুলের কার্যক্রম। ১৯৭১ সালে স্কুলটি রাজাকাররা, পাক হানাদার বাহিনির সহায়তায় স্কুলের আসবাব পত্র, মূল্যবান দলিল দস্তাবেজ সব পুড়িয়ে ফেলে।
১৮৭৪ সালে এখানে পার্সিয়ান ভাষাতে শিক্ষা প্রদান, পরবর্তীতে ১৯৪৭ সালে উর্দুতে শিক্ষাদান করা হত, অ-বাঙালি শিক্ষার্থীদের জন্য। তৎকালীন পাকিস্তান সরকার এই স্কুল টিকে পাইলট প্রোজেক্ট এর অন্তর্ভুক্ত করেন ১৯৬৩ সালের মাঝামাঝি পর্যায়ে। এবং এই বছরেই বিজ্ঞান শাখা চালু হয়। বাণিজ্য শাখা খোলা হয় ১৯৬৫ সালে এবং মানবিক শাখা খোলা হয় ১৯৭০ সালে।<ref name="banglapedia"/>
 
জিলা স্কুলের প্রথম প্রধানশিক্ষক ছিলেন মিঃ জে স্মিথ। এছাড়া এখানে উপমহাদেশের বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তিবর্গ এই স্কুল এ শিক্ষকতা করেছেন। যেমন- ডঃ মুহম্মদ শহিদুল্লাহ, কৃষ্ণ চন্দ্র মজুমদার, আনিস সিদ্দিকি,জিল্লুর রহমান সিদ্দিকি, সিরাজুদ্দিন হোসেন,প্রফেসর মোহম্মদ মনিরুজ্জামান, এবং কমরেড আব্দুল হক।
৭২ ⟶ ৭০ নং লাইন:
== কার্যক্রম ==
 
বর্তমানে যশোর জিলা স্কুল এর দুইটা শিফট খোলা, প্রভাতী, এবং দিবা শিফট। বিদ্যালয়ের মাঝে অবস্থান করছে যশোর শহরের অন্যতম বড় অডিটোরিয়াম, এছাড়া বিদ্যালয়ের ৯ টি প্রসাসনিক ভবন আছে, দুইটা পুকুর, একটি বৃহৎ খেলার মাঠ, দুইটা গ্যারেজ,একটি মসজিদ, এবং প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থী এবং পঞ্চাশের অধিক শিক্ষক এখানে পাঠদান করেন।যশোর জিলা স্কুল এর গ্রন্থশালা তে প্রায় ৫০০০ এর অধিক বই এবং বেশ কিছু মূল্যবান নথিপত্র, ইতিহাসের দলিল সংরক্ষিত আছে। সম্প্রতি যশোর জিলা স্কুল এর মধ্যে, সরকারি প্রাথমিক স্তর এর বই এর সংরক্ষনশালা তৈরি করা হয়েছে।বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম.গোলাম আযম।<ref name="banglapedia"/>
 
== খ্যাতনামা শিক্ষার্থী ==
১০৩ ⟶ ১০১ নং লাইন:
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
 
*http://www.daily-sun.com/details_yes_12-05-2013_FSIBL-school-mobile-banking-starts-in-Jessore_494_1_3_1_24.html
*http://jessore.info/index.php?option=content&value=112