মানিকগঞ্জ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১ নং লাইন:
 
'''মানিকগঞ্জ''' বাংলাদেশের ঢাকা বিভাগের [[মানিকগঞ্জ জেলা]]র সদরদপ্তর ও জেলা শহর। এটি রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার পশ্চিমে [[কালিগঙ্গা নদী]]র তীরে অবস্থিত। মানিকগঞ্জ শহর [[মানিকগঞ্জ সদর উপজেলা]]রও প্রশাসনিক সদরদপ্তর। ২৩.১১ বর্গকিলোমিটার আয়তন এবং ৭১,৬৯৮ জন জনসংখ্যা বিশিষ্ট্য শহরটি একটি ক শ্রেণীর পৌরসভা দ্বারা শাসিত হয়, যা সালে ১৯৬০ সালে টাউন কমিটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। শহরটি নদীপথের সাথে সংযুক্ত থাকলেও, সড়কপথই যোগাযোগের প্রধান মাধ্যম। ঢাকা আরিচা মহাসড়ক এ শহরের মধ্যদিয়ে অতিক্রম করেছে। মানিকগঞ্জ সমুদ্র সমতল থেকে মানিকগঞ্জের উচ্চতা ১৫ মিটার উচ্চতায় অবস্থিত<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=https://dateandtime.info/citycoordinates.php?id=1348441 |শিরোনাম=Geographic coordinates of Manikganj, Bangladesh. Latitude, longitude, and elevation above sea level of Manikganj |ওয়েবসাইট=dateandtime.info |সংগ্রহের-তারিখ=2019-10-02}}</ref> হওয়ায় এর আবহাওয়া গরম ও আদ্র জলবায়ু বিশিষ্ট। এটি মানিকগঞ্জ জেলার শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র।
 
== নামকরণ ==