নেড গ্রিগরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারিত রূপ!
Suvray (আলোচনা | অবদান)
চিত্র সংযোজন!
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
| name = নেড গ্রিগরি
| image = নেড গ্রিগরি.jpeg
| caption =
| fullname = এডওয়ার্ড জেমস গ্রিগরি
| birth_date = {{জন্ম তারিখ|1839|5|29|df=yes}}
| birth_place = [[Waverley, New South Wales|ওয়াভার্লি]], নিউ সাউথ ওয়েলস, [[অস্ট্রেলিয়া]]
| death_date = {{মৃত্যু তারিখ ও বয়স|1899|4|22|1839|5|29|df=yes}}
| death_place = [[র‌্যান্ডউইক]], [[নিউ সাউথ ওয়েল্স|নিউ সাউথ ওয়েলস]], অস্ট্রেলিয়া
১১ নং লাইন:
| heightinch =
| heightm = 1.64
| family = '''ভ্রাতা''': [[ডেভ গ্রিগরি|ডিডব্লিউ গ্রিগরি]], সিএস গ্রিগরি, এএইচ গ্রিগরি; <br> '''পুত্র''': [[সিড গ্রিগরি|এসই গ্রিগরি]], সিডব্লিউ গ্রিগরি; <br> '''ভাইপো''': [[জ্যাক গ্রিগরি|জেএম গ্রিগরি]]<br> '''জামাতা''': [[হ্যারি ডোনান]]
 
| batting = ডানহাতি
৫৮ নং লাইন:
}}
 
'''এডওয়ার্ড জেমস গ্রিগরি''' ({{lang-en|Ned Gregory}}; [[জন্ম]]: [[২৯ মে]], [[১৮৩৯]] - [[মৃত্যু]]: [[২২ এপ্রিল]], [[১৮৯৯]]) নিউ সাউথ ওয়েলসের ওয়াভার্লি এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে১৮৭৭ '''নেডসালে গ্রিগরি'''সংক্ষিপ্ত মূলতঃসময়ের ডানহাতিজন্যে ব্যাটসম্যানঅস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন।অংশগ্রহণ করেছিলেন।

ঘরোয়া [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন।<ref>[http://cricketarchive.com/Archive/Teams/0/245/Players_A.html "List of Players who have played for New South Wales". www.cricketarchive.com. Retrieved 11 July, 2017]</ref> দলে '''নেড গ্রিগরি''' মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
[[১৮৭৬-৭৭ ইংল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর|১৮৭৭ সালে]] [[মেলবোর্ন|মেলবোর্নে]] অস্ট্রেলিয়া-[[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] মধ্যকার [[টেস্ট ক্রিকেট]] ইতিহাসের প্রথম টেস্টে খেলার সৌভাগ্য অর্জন করেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনি কেবলমাত্র ঐ একটি টেস্টে অংশগ্রহণ করেন। প্রথম ইনিংসে [[জেমস লিলিহোয়াইট|জেমস লিলিহোয়াইটের]] বলে [[অ্যান্ড্রু গ্রীনউড|অ্যান্ড্রু গ্রীনউডের]] কটে পরিণত হন শূন্য রানে। এরফলে তিনি টেস্ট ইতিহাসের প্রথম [[শূন্য রান|শূন্য রানের]] সন্ধান পান। তবে দ্বিতীয় [[ইনিংস|ইনিংসে]] [[জর্জ ইউলিট|জর্জ ইউলিটের]] বলে [[টম এমেট|টম এমেটের]] কটে পরিণত হবার পূর্বে ১১ রান করেছিলেন তিনি। এছাড়াও, [[এক টেস্টের বিস্ময়কারী|এক টেস্টের বিস্ময়কারীতে]] পরিণত হন।
 
জীবনের শেষদিকে [[সিডনি|সিডনির]] অ্যাসোসিয়েশন গ্রাউন্ডের দায়িত্বে ছিলেন যা পরবর্তীকালে [[সিডনি ক্রিকেট গ্রাউন্ড|সিডনি ক্রিকেট গ্রাউন্ডে]] পরিণত হয়। সেখানে বর্তমানে স্কোরবোর্ড রয়েছে। নেড গ্রিগরি ও [[ন্যাট টমসন]] - একই দিনে জন্মগ্রহণ করার কথা [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেনে]] লিপিবদ্ধ রয়েছে। এরফলে তাঁরা যৌথভাবে শুরুর দিকেরশুরুরদিকের অস্ট্রেলীয় ক্রিকেটাররূপে স্বীকৃতি পান। [[জেমস সাউদার্টন|জেমস সাউদার্টনের]] মৃত্যুর পর তিনিই বয়োজ্যেষ্ঠ জীবিত টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পান। তাঁর মৃত্যুর পর [[টম এমেট]] বয়োজ্যেষ্ঠ জীবিত টেস্ট ক্রিকেটার হন।
 
== ব্যক্তিগত জীবন ==
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেটার [[সিড গ্রিগরি|সিড গ্রিগরিরগ্রিগরি’র]] বাবা তিনি। এছাড়াও, ১৮৭৮ সালে ইংল্যান্ডে সফরকারী অস্ট্রেলিয়া একাদশের [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কের]] দায়িত্ব পালনকারী [[ডেভ গ্রিগরি]] তাঁর ভাই ছিলেন। [[হ্যারি ডোনান|হ্যারি ডোনানের]] শ্বশুর তিনি। ২২ এপ্রিল, ১৮৯৯ তারিখে নিউ সাউথ ওয়েলসের র‌্যান্ডউইক এলাকায় ৫৯ বছর বয়সে নেড গ্রিগরি’র দেহাবসান ঘটে। পরবর্তীতে ওয়াভার্লি কাউন্সিলের ব্রোন্ট এলাকায় তাকে সমাহিত করা হয়।
 
== তথ্যসূত্র ==
৮২ ⟶ ৮৪ নং লাইন:
* {{ক্রিকইনফো}}
* {{ক্রিকেটআর্কাইভ}}
* [https://www.findagrave.com/memorial/139206522/edward-james-gregory ফাইন্ডএগ্রেভ.কমে নেড গ্রিগরি] {{en}}
 
{{s-start}}