ফেরদৌস ওয়াহিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
সম্প্রসারণ
২৭ নং লাইন:
| module3 =
}}
'''ফেরদৌস ওয়াহিদ''' [[বাংলাদেশী]] প্লেচলচ্চিত্রের ব্যাকনেপথ্য গায়ক, লোক[[সংঙ্গীত শিল্পী]] ও [[চলচ্চিত্র]] পরিচালক <ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=পরিচালক |ইউআরএল= http://archive.prothom-alo.com/detail/news/318907 }}</ref>
 
==পড়ালেখা শৈশব==
জন্ম বাংলাদেশের [[মুন্সিগঞ্জ]] জেলার [[বিক্রমপুর]] থানায় ১৯৫৩ সালের ২৬ মার্চ। ফেরদৌস ওয়াহিদের বাবা ওয়াহিদ উদ্দিন আহমেদ ও মা উম্মে হাবিবা নূরজাহান। ছয় ভাই তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।তিনি তার কিশোর বয়স কাটিয়েছেন কানাডায়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.jugantor.com/news-archive/tara-jilmil/2017/06/15|শিরোনাম=ফিরোজ সাঁইয়ের কারণে আজ আমি শিল্পী ফেরদৌস ওয়াহিদ {{!}} তারাঝিলমিল {{!}} Jugantor|শেষাংশ=jugantor.com|ওয়েবসাইট=jugantor.com|সংগ্রহের-তারিখ=2019-09-29}}</ref>
 
==কর্মজীবন ==
ফেরদৌস ১৯৭০-এর দশকে তার কর্মজীবন শুরু করেছিলেন। রবীন্দ্রসঙ্গীত শিক্ষার মধ্য দিয়ে শুরু হয় তার গানের যাত্রা। পরবর্তিতে লোকসঙ্গীতে তালিম নিয়েছেন [[আব্দুল আলীম (সঙ্গীত শিল্পী)|আব্দুল আলিমের]] কাছে। গান শেখা শুরু করেন ওস্তাদ মদনমোহন দাশের কাছে। ক্লাসিকাল গান শেখেন ওস্তাদ ফজলুল হকের কাছে। তার ছেলে [[হাবিব ওয়াহিদ]] <ref>{{ওয়েব উদ্ধৃতি
|শিরোনাম=হাবিব ওয়হিদ ।
|ইউআরএল= https://www.prothomalo.com/amp/entertainment/article/10396/বাবা-দিবসের-আড্ডায়-ফেরদৌস-ওয়াহিদ-হাবিব }}</ref> ও পপ গায়ক। ক্যারিয়ার শুরু করার সময় তার কয়েকটি হিট গান আনিস জেড চৌধুরী, [[লাকি আকন্দ]] এবং আলম খান সুর করেছিলেন। এর পর হতে বর্তমান সময়কাল পর্যন্ত তিনি পরিচালনা ও গান করছেন। এছাড়া দেশ বিদেশে গান গেয়ে থাকেন <ref>{{ওয়েব উদ্ধৃতি
দেশের পপ গায়ক । ক্যারিয়ার শুরু করার সময় তার কয়েকটি হিট গান আনিস জেড চৌধুরী, [[লাকি আকন্দ]] এবং আলম খান সুর করেছিলেন। এর পর হতে বর্তমান সময়কাল পর্যন্ত তিনি পরিচালনা ও গান করছেন। এছাড়া দেশ বিদেশে গান গেয়ে থাকেন <ref>{{ওয়েব উদ্ধৃতি
|শিরোনাম=গান গাওয়া ।
|ইউআরএল= https://m.ntvbd.com/priyo-probashi/248819/মালয়েশিয়া-মাতালেন-ফেরদৌস-ও-হাবিব/amp }}</ref> ।
৫২ ⟶ ৫১ নং লাইন:
 
==অভিনয়==
তার নির্মিত প্রথম সিনেমা ‘কুসুমপুরের গল্প’ এতে তিনি নিজে অভিনয় করেন। ১৯৯৮ সালে আবুল হোসেন খোকন পরিচালিত ’ভয়ঙ্কর বদমাশ’ সিনেমাতে প্রথমবারের মতো নায়ক চরিত্রে অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদ। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন [[ববিতা]]।
১৯৯৮ সালে আবুল হোসেন খোকন পরিচালিত ’ভয়ঙ্কর বদমাশ’ সিনেমাতে প্রথমবারের মতো নায়ক চরিত্রে অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদ। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন [[ববিতা]]।
 
==পরিচালনা==