বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
৬২৫ নং লাইন:
 
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে '''নিবন্ধ অপসারণ প্রস্তাবনা''' টেমপ্লেটটি সরাবেন না।<!-- টেমপ্লেট:afd-notice --> [[ব্যবহারকারী:Ashiq Shawon|Ashiq Shawon]] ([[ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon|আলাপ]]) ১৮:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
* এর আগেও না বুঝে আমার প্রণীত অনেকানেক নিবন্ধ অপসারণ করা হয়েছে এবং পরে পুনঃসৃজন করা হয়েছে। চটজলদি মনে পড়ছে আবু হাসান শাহরিয়ার বিষয়ক নিবন্ধের কথা গত ১২৫ বছরের বাংলা সাহিত্যের ইতিহাস যাদের জানা নেই বা বইপত্র পড়া নেই, তাদের সম্বল পুরস্কার আর স্বীকৃতি বা ইংরেজি উইকির ভাষান্তর। আমি সে পথে যাই নি। যা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা নিয়ে লিখেছি। আমি বিবেচ্য প্রস্তাবের বিরোধিতা করছি। ভোটাভুটি করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার যে রীতি তা-ও বিশ্বকোষীয় পদ্ধতি নয়। সে পথে না-যাওয়ার জন্যও অনুরোধ করছি। প্রস্তাব প্রত্যাহারের জন্য অনুরোধ করছি। - ফ. ল. চৌ.