সিরাজগঞ্জ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৭২ নং লাইন:
[[বেলকুচি উপজেলা|বেলকুচি]] থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামক একজন ভূস্বামী (জমিদার) ছিলেন। তিনি তাঁর নিজ মহালে একটি [[গঞ্জ]] স্থাপন করেন। তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় [[সিরাজগঞ্জ জেলা|সিরাজগঞ্জ]]। কিন্তু এটি ততটা প্রসিদ্ধি লাভ করেনি। [[যমুনা নদী (বাংলাদেশ)|যমুনা নদী]]র ভাঙ্গনের ফলে ক্রমে তা নদীগর্ভে বিলীন হয় এবং ক্রমশঃ উত্তর দিকে সরে আসে। সে সময় সিরাজউদ্দিন চৌধুরী ১৮০৯ সালের দিকে খয়রাতি মহল রূপে জমিদারি সেরেস্তায় লিখিত ভূতের দিয়ার মৌজা [[নিলাম|নিলামে]] ক্রয় করেন। তিনি এই স্থানটিকে ব্যবসা-বাণিজ্যের প্রধান স্থানরূপে বিশেষ সহায়ক মনে করেন। এমন সময় তাঁর নামে নামকরণকৃত সিরাজগঞ্জ স্থানটি পুনরায় নদীভাঙ্গনে বিলীন হয়। তিনি ভূতের দিয়ার মৌজাকেই নতুনভাবে [[সিরাজগঞ্জ জেলা|সিরাজগঞ্জ]] নামে নামকরণ করেন। ফলে ভূতের দিয়ার মৌজাই [[সিরাজগঞ্জ জেলা|সিরাজগঞ্জ]] নামে স্থায়ী রূপ লাভ করে।
 
== ভূগোল ==
== জনসংখ্যা ==
==তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}