কুষ্টিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
প্রুভইট দিয়ে তথ্যসূত্র সম্পাদনা করা হয়েছে
ট্যাগ: প্রুভইট সম্পাদনা
৩ নং লাইন:
১৮৬৯ সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। হ্যামিলটন'স গেজেট প্রথম কুষ্টিয়া শহরের কথা উল্লেখ করে। সম্রাট শাহজাহানের রাজত্বকালে এখানে একটি নদীবন্দর স্থাপিত হয়। যদিও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ বন্দর বেশি ব্যবহার করত, তবুও নীলচাষী ও নীলকরদের আগমনের পরেই নগরায়ন শুরু হয়। ১৮৬০ সালে কলকাতার (তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানীর রাজধানী)সাথে সরাসরি রেললাইন স্থাপিত হয়। একারণে এ অঞ্চল শিল্প-কারখানার জন্য আদর্শ স্থান বলে তখন বিবেচিত হয়েছিল। তৎকালীন সময়ে যজ্ঞেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস(১৮৯৬), রেণউইক, যজ্ঞেশ্বর এণ্ড কোং (১৯০৪) এবং মোহিনী মিলস (১৯১৯) প্রতিষ্ঠিত হয়।
== ভূগোল ==
কুষ্টিয়া রাজধানী ঢাকা ১৮০ কিলোমিটারথেকে পশ্চিমে, খুলনাখূলনা থেকে ১৪৫ কিলোমিটার উত্তরে এবং রাজশাহী থেকে ১৩৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কুষ্টিয়া শহরটি অবস্থিত। এটি, ২৩º৪২΄ উত্তর অক্ষাংশ থেকে ২৩º৫৯΄ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮º৫৫΄ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৯º০৪΄ দ্রাঘিমাংশে অবস্থিত। এর মোট আয়তন ১৪.৪৯ বর্গকিলোমিটার।
 
== জনসংখ্যা ==
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী কুষ্টিয়ার মোট জনসংখ্যা ১০৮,৪২৩ জন। যার মধ্যে ৫৫,৫৮৫ জন পুরুষ এবং ৫২,৮৩৮ জন নারী। এ শহরের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৭৪৮৩ জন মানুষ বসবাস করে। নারী পুরুষের লিঙ্গ অনুপাত ১০০ঃ১০৫ এবং শিক্ষার হার ৭৪.৬%(৭ বছরের উর্দ্ধে)। শহরের মোট খানা রয়েছে ২৪৩৯৭টি।
 
 
==তথ্যসূত্র==