বাংলাদেশ ফ্রিডম পার্টি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:বাংলাদেশ ফ্রিডম পার্টি যোগ
সম্প্রসারণ
১২ নং লাইন:
|website =
}}
'''বাংলাদেশ ফ্রিডম পার্টি''' বাংলাদেশের নিবন্ধিত একটি রাজনৈতিক দল।<ref>http://www.ecs.gov.bd/Bangla/nomination_info.php?findcandconst=1{{অকার্যকর সংযোগ|তারিখ=ফেব্রুয়ারি ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}</ref> ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু [[শেখ মুজিবুর রহমান]] ও তার পরিবার সামরিক বাহিনীর কিছু কর্মকর্তার হাতে হত্যার শিকার হন। হত্যাকারী কিছু কর্মকর্তা যেমন, ক্যাপ্টেন (পরবর্তীতে লে. কর্নেল) [[খন্দকার আবদুর রশিদ|খন্দকার আব্দুর রশিদ]], কর্নেল সাঈদ ফারুক রহমান ও [[বজলুল হুদা|মেজর বজলুল হুদা]] পরবর্তীতে ১৯৮০-এর দশকে দলটি প্রতিষ্ঠা করেন।
 
== ১৯৯০-বর্তমান ==
১৯৯৭ সালের ইউএনএইচআরসির প্রতিবেদন অনুসারে দলটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তেমন প্রভাব ফেলতে পারেনি<ref>http://www.refworld.org/docid/3ae6ab2b54.html Retrieved 7 July, 2013.</ref> কিন্তু বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সক্রিয়।
 
বাংলাদেশ পুলিশের ২০০০ সালের প্রতিবেদন অনুসারে [[খন্দকার আবদুর রশিদ|খন্দকার আব্দুর রশিদের]] কন্যা মেহনাজ রশিদ দলকে একত্রিত করার কাজ করছেন। তিনি ২০০১ ও ২০০৮ সালে কুমিল্লার চান্দিনা থেকে [[জাতীয় সংসদ নির্বাচন|জাতীয় সংসদ নির্বাচনে]] ফ্রিডম পার্টির প্রার্থী হয়েছিলেন।
 
২০০৯ সালে [[আওয়ামী লীগ]] দলীয় সাংসদ ফজলে নূর তাপসের উপর বোমা হামলার অভিযোগে মেজর ডালিমের ছোটভাই কামরুল হাসান স্বপনের সাথে মেহনাজ রশিদকে পুলিস গ্রেফতার করে।<ref>http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=111249 Retrieved 17 July, 2013.</ref>