ব্রাহ্মণ (বর্ণ): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Gc Ray (usurped) (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণীতে যোগ করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Amidevnath (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৫ নং লাইন:
 
শাস্ত্রানুসারে ব্রাহ্মণকুলজাত ব্যক্তিগণ '''বিপ্র''' (অর্থাৎ জ্ঞানী)<ref>[[Monier-Williams]]: inspired, inwardly ''stir''red, wise, learned, etc.</ref> এবং '''দ্বিজ''' (অর্থাৎ দু'বার জাত)<ref>'Dvija was used more frequently for Brahmins, but it also included {{IAST|Kṣatriyas}} and Vaiśyas who were "reborn through investiture with the sacred thread" - [[Monier-Williams]].</ref> হিসেবেও অভিহিত হয়ে থাকেন।
 
{{অসম্পূর্ণ}}
==চক্রবর্তী==
 
==রাঢ়ীয় কুলীন ব্রাহ্মণ==
[[চোল সাম্রাজ্য|চোলরাজা]] দেবেন্দ্র বর্মনের ছয় শতকের শিলালিপিতে উত্তর রাঢ় সম্পর্কে প্রথম উল্লেখ পাওয়া যায়। রাঢ়ের এ অংশটিকে রাজেন্দ্র চোলের এগারো শতকের তিরুমুলাই শিলালিপিতে সুস্পষ্টরূপে একটি স্বতন্ত্র ভৌগোলিক এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। ভোজবর্মনের বেলাভ তাম্রলিপিতে উত্তর রাঢ়ের সিদ্ধলা গ্রামকে ভট্টভবদেবের জন্মস্থান হিসেবে নির্দেশ করা হয়েছে। সিদ্ধলাকে পশ্চিমবঙ্গের বর্তমান বীরভূম জেলার সিদ্ধলা গ্রামের সঙ্গে এবং নৈহাটী লিপিতে উল্লিখিত বল্লহিত্তহ গ্রামকে বর্ধমান জেলার উত্তর প্রান্তের বালুটিয়ার সাথে শনাক্ত করা হয়েছে। শান্ডিল্য গোত্রীয় বন্ধ্যঘাটিগ্রামবাসী, কাশ্যপ গোত্রীয় চট্টগ্রামবাসী, ভরদ্বাজ গোত্রিয় মুখুটিগ্রামী, সাবর্ণী গোত্রীয় গাঙ্গুলি ও কুন্দলাল গ্রামী এবং বাৎস্য গোত্রীয়, ঘোষাল, কাঞ্জিলাল এবং পুতিতুন্ড এই আট গ্রামীরা রাঢ়ীয় কুলীন ব্রাহ্মণ<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A2%E0%A6%BC|শিরোনাম=রাঢ় - বাংলাপিডিয়া|ওয়েবসাইট=bn.banglapedia.org|সংগ্রহের-তারিখ=2019-09-23}}</ref>।
 
==বারেন্দ্রীয় কুলীন ব্রাহ্মণ==
[[বরেন্দ্র ভূমি|বরেন্দ্রভূমির]] নামকরণের পেছনে একাধিক [[পৌরাণিক]] কাহিনী প্রচলিত রয়েছে। ‘বর’ শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ এবং ‘[[ইন্দ্র (দেবতা)|ইন্দ্র]]’ শব্দের অর্থ দেবতাদের রাজা। অর্থাৎ ইন্দ্রের বর বা ইন্দ্রের আশীর্বাদ থেকে সাধারণভাবে [[বরেন্দ্র]] শব্দটির উৎপত্তি। এই কাহিনীর অনুসারিগণ বিশ্বাস করেন যে, বরেন্দ্রভূমি ইন্দ্রের পক্ষ থেকে আশীর্বাদস্বরূপ। [[রামায়ণ]] ও [[মহাভারত]] গ্রন্থদ্বয়ে বরেন্দ্রভূমিকে ‘[[পুণ্ড্র রাজ্য|পুন্ড্র]]’ নামে অভিহিত করা হয়েছে। [[পুণ্ড্র রাজ্য|পুন্ড্র]] অঞ্চলে বসবাসকারী [[ব্রাহ্মণ]] লাহিড়ী, সান্যাল, সরখেল, মৈত্র ও ভাদুড়ী পদবী ব্যাবহার করেন<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF|শিরোনাম=বরেন্দ্রভূমি - বাংলাপিডিয়া|ওয়েবসাইট=bn.banglapedia.org|সংগ্রহের-তারিখ=2019-09-23}}</ref>।
 
 
== তথ্যসূত্র ==
<references/>