জেমস অ্যান্ড্রু ব্রাউন-র‌্যামসে, ডালহৌসির প্রথম মার্কুস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩৭ নং লাইন:
 
== মূল্যায়ণ ==
তাঁর সমর্থকদের মতে, তিনি দূরদর্শী গভর্নর-জেনারেল হিসেবে [[East India Company rule in India|ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকেশাসন]]কে সুদৃঢ়করণে ভূমিকা রেখেছেন। এরফলে পরবর্তীকালে [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি|কোম্পানির]] প্রশাসনে স্থিরতা এসেছে। তাঁর বলিষ্ঠ নীতি গ্রহণের ফলে পরবর্তী শাসকগণ প্রজাবিদ্রোহ কঠোরভাবে দমন করতে পেরেছেন।
 
তাঁর সমালোচকগণের অভিমত, তাঁর ধ্বংসাত্মক নীতি গ্রহণের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্থিক ও সামরিক অবস্থান হঠকারী নীতিতে পরিণত হয়। এছাড়াও তিনি [[সিপাহী বিদ্রোহ ১৮৫৭|১৮৫৭]] সালের সিপাহী বিদ্রোহের]] বীজ লুকিয়ে রেখেছিলেন। ভারতে লাভজনক বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনায় সিদ্ধহস্তের অধিকারী কোম্পানিকে দেউলিয়া ঔপনিবেশিক প্রশাসনে রূপান্তর করেছেন। ভারতে তাঁর শাসনকালে [[Victorianব্রিটিশ Rajভারত|ভিক্টোরিয়া সরকারকে]] ভারতীয় প্রশাসনে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করতে হয়েছে। মৃত্যুর প্রাক্কালে [[ইংল্যান্ড]] ও ভারতের অনেকের কাছেই ব্যাপকভাবে ধিকৃত হন তিনি। ১৮৫৭ সালে ভারতে সিপাহী বিদ্রোহের পর চুক্তিনামার তাৎপর্য্য উপলদ্ধিতে ব্যর্থ হন। তাঁর অতিমাত্রায় আত্মবিশ্বাসী মনোভাব, কেন্দ্রীভূত কার্যক্রম ও ব্যয়বহুল কার্যকলাপের এ সঙ্কটের জন্য দায়ী।
 
== তথ্যসূত্র ==