উত্তর অয়নান্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১ নং লাইন:
[[File:Mont Granier dans le couchant au solstice d'été (2018).JPG|thumb|কর্কট সংক্রান্তিতে শম্বেরী থেকে তোলা [[গ্রানিয়ার পর্বত|গ্রানিয়ার পর্বতের]] উত্তরাংশের খাড়া পাড়ের স্থিরচিত্র; স্যাভয়া, [[ফ্রান্স]]; ২০১৮।]]
সূর্যের উত্তরায়ণকালে [[মহাবিষুব|মহাবিষুবের]] পর [[কর্কটক্রান্তি]] রেখায় (''২৩.৫°'' উত্তর অক্ষাংশ) সূর্যের আগমণ তথা অবস্থানকে '''উত্তর অয়নান্ত''' বা '''কর্কট সংক্রান্তি''' বলা হয়। [[গ্রেগরিয়ান বর্ষপঞ্জি]] অনুসারে প্রতি বছর জুন মাসের ২০ হতে ২২ তারিখের মধ্যে এটি সংঘটিত হয় বলে একে '''জুন অয়নান্ত'''ও বলা হয়। এই দিন থেকে সূর্যের উত্তরায়ণের শেষ এবং দক্ষিণায়নের শুরু।
 
[[মহাবিষুব]] সংঘটনান্তে সূর্য [[নিরক্ষরেখা]] অতিক্রম করার পর, পৃথিবী যতই তার [[কক্ষপথ (গ্রহ)|কক্ষপথে]] অগ্রসর হয় ততই পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকতে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরবর্তী হতে থাকে। এর ফলে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পায় এবং রাতের দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেতে থাকে। অপরদিকে দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা চলতে থাকে। এইভাবে উত্তর গোলার্ধ সূর্যের নিকটবর্তী হওয়ার দরুণ ২০ হতে ২২ জুনের মধ্যে কোন এক সময় তা সূর্যের সর্বাধিক নিকটবর্তী হয়। ফলে ঐ দিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় এবং উত্তর গোলার্ধের সর্বাধিক অংশ আলোকিত হয়। এ দিন উত্তর গোলার্ধে বৃহত্তম দিন ও ক্ষুদ্রতম রাত্রি সংঘটিত হয় (দিন: ১৪ ঘন্টা দিন ও রাত্রি: ১০ ঘন্টা) এবং একই সময়ে দক্ষিণ গোলার্ধে হয় এর ঠিক বিপরীত। এই সময়ে সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌছায় বলে এই দিনকে উত্তর অয়নান্ত দিবস বা কর্কট সংক্রান্তি দিবস বলে। এছাড়াও এই দিনটিকে উত্তর সংক্রান্তিও বলা হয়ে থাকে।<ref>ভূগোল ও পরিবেশ পরিচিতি, ডঃ কাজী আব্দুর রউফ, (২০১২-১৩), ৩১৯পৃঃ।</ref>
 
উত্তর অয়নান্তের সময় [[উত্তর গোলার্ধ|উত্তর গোলার্ধে]] [[গ্রীষ্মকাল]] এবং একই সময়ে [[দক্ষিণ গোলার্ধ|দক্ষিণ গোলার্ধে]] [[শীতকাল]] বিরাজ করে। একারণে উত্তর গোলার্ধে একে ''গ্রীষ্ম সংক্রান্তি'' কিন্তু ''দক্ষিণ গোলার্ধে'' শীত সংক্রান্তি হিসেবে ধরা হয়।
 
==সংঘটনের সময়==