ইন্দোর জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২ নং লাইন:
== ভূগোল ==
ইন্দোর জেলার মোট আয়তন ৩,৮৯৮ বর্গ কিলোমিটার। এর উত্তরে উজ্জয়িনী জেলা, পূর্বে দেওয়াস জেলা, দক্ষিণে খারগোন (পশ্চিম নিমার) এবং পশ্চিমে ধর জেলা দ্বারা বেস্টিত।
== বিভাগ ==
 
== জনসংখ্যা ==
২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে, ইন্দোর জেলার মোট জনসংখ্যা ৩,২৭২,৩৩৫ জন, যা মৌরতানিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের জনসংখ্যার সমান। এটি ভারতের মোট ৬৪০টি জেলার মধ্যে ১০৫তম জনবহুল জেলা। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮৪১ জন (প্রতি বর্গমাইলে ২১৮০ জন) লোক বসবাস করে। ২০০২-২০১১ এর দশকে এ জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৩২.৮৮%। ইন্দোরে নারী পুরুষের অনুপাত হল প্রতি ১০,০০০ পুরুষের বিপরীতে ৯৮২ জন মহিলা। এবং জেলার সাক্ষরতার হার ৮০.৮৭% (পুরুষ ৮৭.২৫% এবং মহিলা ৭৪.০২%)।