উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/নকীব বট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মন্তব্য
মন্তব্য
৩৬ নং লাইন:
 
মি. [[ব্যবহারকারী:Nokib Sarkar|নকীব সরকার]], আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি কেনো বেশিরভাগ অভিজ্ঞ ব্যবহারকারী এ ধরনের প্রস্তাবে সম্মত হবে না। প্রথমত, সালের নিবন্ধগুলো কিন্তু শুধু তালিকা সম্বলিত কোনো নিবন্ধ নয়। তালিকা যোগ করার সহজ। আর প্রতি বছর বহু আলোচিত/উল্লেখযোগ্য ব্যক্তির জন্ম, মৃত্যু, বা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যার সবকিছু-ই ঐ নিবন্ধে যোগ করতে হবে এমন নয়। এধরনের তালিকাভুক্তির জন্য বিষয়শ্রেণী রয়েছে। দ্বিতীয়ত, আর দশটা নিবন্ধের মতো এই নিবন্ধগুলোরও তথ্য ও গুরুত্ববহ ভূমিকাংশের প্রয়োজন রয়েছে। আপনার বট প্রথম ও দ্বিতীয় শর্ত পূরণ করতে পারবে না। এটি আসলে মানুষের বিবেচনার প্রয়োজন রয়েছে। আপনার তৈরি করার পাতাটি আমি দেখেছি। পাতার শুরুতে একটি বাক্য, আর মাসের খালি অনুচ্ছেদ তৈরি (খালি অনুচ্ছেদ তৈরি করা উৎসাহিত করে না, অনুচ্ছেদ শুধু কন্টেন্ট যোগের প্রয়োজনেই তৈরি করা হয়, কারণ খালি অনুচ্ছেদ সূচিপত্র ভারী করে যা কাজের কিছু না) যা নিবন্ধের নীতিমালা মেনে চলে না ও নিবন্ধে কোনো কার্যকর কন্টেন্ট যোগ করে না। স্বয়ংক্রিয় সম্পাদনা বিষয়বস্তুর মানের নিশ্চয়তা দেয় না, উইকিপিডিয়া এটিকে উৎসাহিতও করে না। — [[User:Wikitanvir|তানভির]] • ১২:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
 
আরেকটি কথা, আমি দেখতে পাচ্ছি, বটের পাতাটি আপনি তৈরি করলেও আপনি বটের পাতায় বট টেমপ্লেট যোগ করেননি, অনুরোধ তৈরির আগে পরীক্ষামূলক সম্পাদনার করেছেন, ইত্যাদি বিভিন্ন কারণে আমার মনে হচ্ছে বট সংক্রান্ত ব্যাপারে কাজ করার আগে আপনার উইকিপিডিয়ায় সম্পাদনার প্রচলন, নীতিমালা, ও বটসহ ইত্যাদি নানা বিষয়ে আরও অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন রয়েছে। তাই আমি আমার বিবেচনায় আপনাকে বট চালনার বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ হিসেবে বিবেচনা করতে পারছি না। কারণ এই কাজটি কোনো রেগুলার কাজ নয় যা ভেরিফায়েড/বহুল ব্যবহৃত স্ক্রিপ্ট দিয়ে করা হয়, এ বিষয়ে কাজ করতে উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণার প্রয়োজন, সুনির্দিষ্ট উইকির চাহিদা ও অগ্রাধিকারের বিষয়ে জ্ঞান থাকা দরকার। আশা করি এটিকে আপনি অসহযোগীতামূলক আচরণ হিসেবে বিবেচনার করবেন না, বরং উইকিপিডিয়ায় আপনার গঠনমূলক অবদান অব্যাহত রাখবেন। ধন্যবাদ। — [[User:Wikitanvir|তানভির]] • ১৩:০৪, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)