রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Pratik89Roy (আলোচনা | অবদান)
স্পেস ডিলিট
৪৭ নং লাইন:
 
==টেস্ট==
ভারতের নবীনতম টেস্ট স্টেডিয়ামগুলোর একটি এটি। এখনো অব্দি ৪ টি টেস্ট ম্যাচ হয়েছে। সেগুলি যথাক্রমে প্রথম ২টি নিউ জিল্যান্ড , অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে।
 
==এক দিবসীয়==
এখনো অব্দি ৫ টি ম্যাচ হয়েছে। ভারত তার ৩টি ম্যাচ এ হেরেছে। এখনো অব্দি ২টি অএশীয় দেশ ভারতের বিরুদ্ধে এই মাঠে জয় পেয়েছে ।পেয়েছে।
{| class="wikitable sortable"
|-
৬৩ নং লাইন:
===২০০৫ দক্ষিণ আফ্রিকার ভারত সফর===
===২০০৭ অস্ট্রেলিয়ার ভারত সফর===
এই ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। [[ম্যাথু হেইডেন]] , [[মাইকেল ক্লার্ক]] ও [[অ্যান্ড্রু সাইমন্ডস]]-এর সৌজন্যে ২৯০ রান তোলে। জবাবে [[ব্রেট লি]]-র দুরন্ত বোলিংয়ে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পরে যায় ভারত। [[যুবরাজ সিং]] একক ভাবে ভালো খেললেও লি ও [[ব্র্যাড হগ]]-এর বোলিংয়ে ২৪৩ রানে গুটিয়ে যায় ভারত।
 
===২০০৯ অস্ট্রেলিয়ার ভারত সফর===
এই ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। [[শেন ওয়াটসন]] , [[শন মার্শ]] ও [[ক্যামেরন হোয়াইট]]-এর সৌজন্যে ৩৫০ রান তোলে। [[শচীন তেন্ডুলকর]] শুরু থেকে প্রতিরোধ গড়ে তুললেও যোগ্য সংগদ পাননি। ১৭৫ রান করে নিজের '''কেরিয়ারের ৩য় সর্বোচ্চ ইনিংস'''টি খেলেন। [[ক্লিন্ট ম্যাককে]] ও [[শেন ওয়াটসন]]-এর বোলিংয়ে পর পর উইকেট হারাতে থাকে ভারত। ১৮ বলে ১৯ রান বাকি থাকতে সচিন আউট হয়ে যান। কিছু পর নবাগত [[রবীন্দ্র জাদেজা]] রান আউট হয়ে যায় ও ভারত ৩ রানে ম্যাচটি হারে।
 
===২০১১ ইংল্যান্ডের ভারত সফর===