ব্যঙ্গচিত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Farmitu (আলোচনা | অবদান)
বিষয়বস্তু যোগ, তথ্যসূত্র
MainulIslam19 (আলোচনা | অবদান)
তথ্যসূত্র
১ নং লাইন:
[[চিত্র:Tr-bigstick-cartoon.JPG|250px|thumb| [[থিওডোর রুজভেল্ট|থিওডোর রুজভেল্টকে]] নিয়ে রাজনৈতিক ব্যঙ্গচিত্রের দৃশ্য]]
 
'''কার্টুন''' বা '''ব্যঙ্গচিত্র''' ({{lang-en|Cartoon}}) একধরণের দ্বি-মাত্রিক [[চিত্রকলা]] যা [[কাগজ|কাগজে]] অঙ্কন করার মাধ্যমে প্রদর্শন করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.toonsmag.com/definitions-of-cartoon/|শিরোনাম=Definitions of Cartoon, Meaning of Cartoon|তারিখ=2016-10-26|ওয়েবসাইট=Toons Mag|ভাষা=en-US|সংগ্রহের-তারিখ=2019-09-14}}</ref> বিভিন্ন ও বিচিত্রমূখী পন্থায় ব্যঙ্গচিত্র শব্দটি ব্যবহৃত হতে পারে। [[সংবাদপত্র]] অথবা [[সাময়িকী|সাময়িকীতে]] স্বল্পবাক্যে অথবা বাক্যবিহীন অবস্থায় ব্যঙ্গচিত্র দর্শক-পাঠকদের কাছে উপস্থাপন করা হয়ে থাকে। অঙ্কিত চিত্রের পাশাপাশি শব্দ প্রয়োগের মাধ্যমে তামাশা, উপহাস কিংবা সরস উক্তি প্রদর্শন করা হয়। এছাড়াও, অনেকগুলো কার্টুনকে একত্রিত করার মাধ্যমে [[অ্যানিমেশন]] [[চলচ্চিত্র]] নির্মাণ করা হয়।
 
যিনি ব্যঙ্গচিত্র অঙ্কন করেন, তিনি কার্টুনিস্ট নামে পরিচিত।<ref>[https://en.wikipedia.org/wiki/Webster%27s_Dictionary Merriam-Webster's Dictionary]</ref> বিখ্যাত ইতালীয় [[চিত্রশিল্পী]] [[রাফায়েল]], [[লিওনার্দো দ্য ভিঞ্চি]] বিখ্যাত [[কার্টুনিস্ট]] হিসেবে বৈশ্বিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। [[বাংলাদেশ|বাংলাদেশে]] দৈনিক [[প্রথম আলো|প্রথম আলো’র]] শিশির, [[ইত্তেফাক|ইত্তেফাকের]] রণবী শীর্ষস্থানে রয়েছেন। আন্তর্জাতিক কার্টুন পত্রিকা [[টুনস ম্যাগ]] দৈনিক রাজনৈতিক এবং রম্য কার্টুন প্রকাশ করে থাকে। প্রতি বছর আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করে থাকে।