সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Arbina Rahman-এর করা 3466541 নং সংস্করণে প্রত্যাবর্তন করা হয়েছে। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
সম্প্রসারণ, তথ্যসূত্র
২ নং লাইন:
{{pp-semi|small=yes}}
{{বিপণন}}
'''সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান''' ({{lang-en|Search Engine Optimization}}) বা সংক্ষেপে এসইও (SEO) হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা হয়।বা সর্বোচ্চকরন করা যাতে এটি অনুসন্ধান করলে ফলাফলে প্রায়শই দেখা যায়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান কি? |ইউআরএল=https://www.dorkari.info/2019/04/seo-tips.html |ওয়েবসাইট=dorkari |প্রকাশক= |সংগ্রহের-তারিখ=১২ সেপ্টেম্বর ২০১৯ |সূত্র=}}</ref> এসইও কোনো একক কাজ নয়, বরং বহুক্ষেত্রে বিভিন্ন ধরণের কাজের সাথে সম্পৃক্ত একটি পদ্ধতি, বলা যায় সমন্বিত পদ্ধতি।
 
== সার্চ ইঞ্জিন কি এবং অপ্টিমাইজেশানের প্রকারভেদ ==
সাধারণত একটি সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রলার বা সার্চ রোবট বা সার্চ স্পাইডার প্রায় সবসময় ওয়েবে থাকা একটি ওয়েবপেজ অন্য ওয়েবপেজে ও একই ভাবে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট ঘুরে বেড়ায়। এই রোবট বা স্পাইডা্র বা ক্রলার সমুহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিদির্ষ্ট শ্রেণীতে সজ্জিত করে এবং সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর খোজকৃত শব্দ বা শব্দগুচ্ছ অনুসারে সার্চ ইঞ্জিনের ফলাফল পাতায় প্রদর্শন করে। এই ক্রলার বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে। বিষয় সমূহকে তিন ভাগে শ্রেণীবদ্ধ করা যায়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Types of SEO |ইউআরএল=https://blog.alexa.com/types-of-seo/ |ওয়েবসাইট=alexa |প্রকাশক= |সংগ্রহের-তারিখ=১২ সেপ্টেম্বর ২০১৯ |সূত্র=}}</ref> অনপেজ, টেকনিকাল এবং অফপেজ। অনপেজ হল ওয়েবসাইটের ভিতরকার বিষয়সমুহ, টেকনিকাল ও ওয়েবসাইটের ভিতরকার বিষয়সমূহের মধ্যে তবে ভিন্ন এবং অফপেজ হল ওয়েবসাইটের বাহিরের বিষয়সমুহ।
এই ক্রলার বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে । বিষয় সমূহকে দুই ভাগে শ্রেণীবদ্ধ করা যায়।
 
*=== অনপেজ বা ওয়েবসাইটের ভিতরকার বিষয়সমুহএসইওর বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ===
* অফপেজ বিষয়সমুহ
অনপেজ বা ওয়েবসাইটের ভিতরকার বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল
* ওয়েবসাইটের টাইটেল বা নাম
* ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন বা বিবরণ
১৮ ⟶ ১৭ নং লাইন:
* ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের বহি:সংযোগ
* সংযোগকৃত শব্দ ইত্যাদি
অফপেজ=== টেকনিকাল বা ওয়েবসাইটেরপ্রযুক্তিগত বাইরেরএসইওর বিষয়সমুহেরবিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ===
* সাইট স্পিড
* মোবাইল-ফ্রিয়ান্ডলিনেস
* ইনডেক্সিং
* ক্রাউলাবিলিটি
* সাইট আর্কিটেকচার
* স্ট্রাকচার্ড ডাটা
* সিকিউরিটি
অনপেজ=== অফপেজ বা ওয়েবসাইটের ভিতরকারবাইরের বিষয়গুলোরএসইওর বিষয়সমুহের মধ্যে উল্লেখযোগ্য হল ===
* সোশ্যাল শেয়ার বা সামাজিক সাইটগুলোতে আলোচনা
* ব্যাকলিংক বা অন্য ওয়েবসাইটের সাথে সংযোগের সংখ্যা ইত্যাদি
২৫ ⟶ ৩২ নং লাইন:
 
== ইতিহাস ==
 
ইন্টারনেট সৃষ্টি এবং ব্যবহার যখন বাড়তে থাকে ঠিক তখন থেকেই মূলত এসইও (SEO)-এর যাত্রা শুরু হয় । যদিও তখন এসইও (SEO)-এর ব্যবহার বা এসইও এলগরিদম বর্তমান অবস্থার মত ছিলো না।
যখন ইন্টারনেট এর জনপ্রিয়তা বাড়তে থাকে এবং এর ব্যবহার ও বাড়তে থাকে তখন সকল ওয়েবসাইটকে সংগঠিত করা বা একত্রিত করে ওয়েবসাইটগুলোতে শ্রেণিবিন্যাস করা খুব জরুরি হয়ে পড়ে । ঠিক তখনই সার্চ ইঞ্জিন এর ডেভেলপ শুরু হয়ে যায় আর এটি করেন ওয়েবমাস্টারগণ । তারা মূলত সার্চ ইঞ্জিন ফলাফলের উপর প্রচুর পরিমাণে গবেষণা শুরু করেন এবং এভাবেই সার্চ ইঞ্জিন