ঔপনিবেশিক আসাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২৮ নং লাইন:
 
==লেফ্টেন্যান্ট গভর্ণরের শাসন==
স্যার হেনরি কটনের পর ১৯০২ স্যার বেমফিল্ড ফুলার আসামের চীফ কমিশনার হয়।হন। তাঁর সময়ে জমির কুড়ি -বছরের বন্দোবস্ত হয়। ১৯০৫ সালে তাঁর সময়েই বঙ্গদেশের পূর্বখন্ড পৃথক করে আসামের সঙ্গে [[পূর্ববঙ্গ ও আসাম]] নামে নতুন প্রদেশ গঠন করা হয়। স্যার বেমফিল্ড ফুলারই হন এই নতুন প্রদেশের প্রথম লেফ্টেনাণ্ট গভর্ণর। শিলং থেকে রাজধানী [[ঢাকা]]য় তুলিতুলে আনা হয় কিন্তু শিলং তখনও জায়গাটির রাজধানী হয়ে থাকে। এই সময়ই অসমীয়া ভাষা [[কলকাতা]] বিশ্ববিদ্যালয়ের বি. এ. পাঠক্রমে পড়ানোর ব্যবস্থা করা হয়<ref name="১"/>।
===স্যার লেঞ্চলেট হেয়ার===
স্যার হেনরি কটনের পর স্যার লেঞ্চলেট হেয়ার 'পূর্ববঙ্গ ও আসাম'-এর লেফ্টেনাণ্ট গভর্ণর হয়।হন। তাঁর সময়ইসময়েই আমিনগাঁও-কলকাতা রেলপথ তৈয়ারীতৈরী করা হয় এবং রঙিয়া-টংলা রেলপথ খোলা হয়। তাঁর সময়ে আবরদের সঙ্গে বৃটিশদের যুদ্ধ হয় এবং ফলস্বরূপ উত্তর-পূর্ব সীমান্ত ভূভাগ নামে স্থানখন্ড আসামের ভিতর আসে।
===স্যার স্যার্লস স্টুয়ার্ট বেলী===