অচ্যুত গোস্বামী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
'''অচ্যুতানন্দ গোস্বামী''' (১ মার্চ, ১৯১৮ – ১৬ মার্চ, ১৯৮০) ('''অচ্যুত গোস্বামী''' নামে সমধিক পরিচিত; ছদ্মনাম''' বিক্রমাদিত্য হাজরা''') ছিলেন একজন [[বাঙালি]] ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক। [[ইংরেজি সাহিত্য|ইংরেজি]]র এই অধ্যাপক [[মার্কসবাদ|মার্ক্সবাদী]] সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন। জন্ম অধুনা [[বাংলাদেশ]] রাষ্ট্রের [[ফরিদপুর|ফরিদপুরে]]। ১৯৪০ সালে [[ঢাকা]]য় প্রগতি লেখক সংঘ স্থাপনে অন্যতম উদ্যোক্তার ভূমিকা নেন। সেই সময় [[সোমেন চন্দ|সোমেন চন্দের]] সহযোগে ''ক্রান্তি'' পত্রিকা সম্পাদনা করেন। এছাড়া ১৯৪০-এর দশকের ''প্রতিরোধ'' পত্রিকার সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর।তার। অধ্যাপনা করেন যাদবপুর বিজয়গড় জ্যোতিষচন্দ্র রায় কলেজে। ''নতুন সাহিত্য'', ''পরিচয়'', ''অগ্রণী'', ''চতুষ্কোণ'' প্রভৃতি পত্রিকায় তাঁরতার রচনা প্রকাশিত হয়। তাঁরতার উল্লেখযোগ্য সমালোচনা গ্রন্থ ''বাংলা উপন্যাসের ধারা'' (১৩৫৭ বঙ্গাব্দ) ও ''ইংরাজী সাহিত্যের ধারা''। এছাড়া ''অভিষেক'', ''কানাগলির কাহিনী'' (১৯৫৩), ''মৎস্যগন্ধা'' (১৯৫৭), ''রাজ্যচ্যুত ঈশ্বর'' প্রভৃতি উপন্যাসও রচনা করেন।
 
== তথ্যসূত্র ==