রবি ঘোষ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২০ নং লাইন:
== জন্ম ও কৈশোর ==
 
তিনি ২৪শে নভেম্বর, [[১৯৩১]] সালে [[কলকাতা|কলকাতায়]] জন্মগ্রহণ করেন। তাঁরতার পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। [[১৯৪৯]] সালে তিনি [[সাউথ সুবর্ধন মেইন স্কুল]] থেকে [[ম্যাট্রিক]] পাশ করেন। [[বিজ্ঞান]] বিভাগ থেকে ইন্টারপাস করে তিনি [[আশুতোষ কলেজ]]-এ ভর্তি হন, গ্রাজ্যুয়েশনের জন্য। [[১৯৫৩]] সাল থেকে [[১৯৫৯]] পর্যন্ত তিনি [[বংশাল কোর্ট|বংশাল কোর্টে]] কাজ করেন। তিনি [[অভিনেত্রী]] [[অনুভা গুপ্ত]]কে বিয়ে করেন। প্রথমা স্ত্রীর মৃত্যুর দশ বছর পর তিনি ২৪শে নভেম্বর, [[১৯৮২]] সালে [[বৈশাখী দেবী]]কে বিয়ে করেন।
 
== চলচ্চিত্র জীবন ==
 
[[অরবিন্দ মুখোপাধ্যায়]] তাঁকেতাকে ''অঙ্গার'' নাটকে অভিনয় করতে দেখেন। [[১৯৫৯]] সালে তিনি ''আহবান'' চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। [[তপন সিনহা]]র ''গল্প হলেও সত্যি''তে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন। [[১৯৬৮]] সালে প্রখ্যাত [[চলচ্চিত্রনির্মাতা]] [[সত্যজিৎ রায়]] নির্মিত ''[[গুপী গাইন বাঘা বাইন]]'' চরিত্রে তাঁরতার অভিনয় চলচ্চিত্রজগতে একটি মাইলফলক। একে একে তিনি ''[[অভিযান (চলচ্চিত্র)|অভিযান]]'' ([[১৯৬২]]), ''[[অরণ্যের দিনরাত্রি]]'' ([[১৯৭০]]), ''[[হীরক রাজার দেশে]]'' ([[১৯৮০]]), ''[[গুপী বাঘা ফিরে এলো]]'' ([[১৯৯১]]), ''[[পদ্মা নদীর মাঝি]]'' ([[১৯৯৩]]) সহ বেশকিছু উপমহাদেশখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ''নিধিরাম সর্দার'' চলচ্চিত্রটি [[পরিচালনা]]ও করেন। তিনি একজন বিখ্যাত [[থিয়েটার]] অভিনেতাও বটে। [[১৯৭০]] সালে তিনি ''[[গুপী গাইন বাঘা বাইন]]'' চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত [[বার্লিন চলচ্চিত্র উৎসব|বার্লিন ফিল্ম ফেস্টিভালেও]] অংশ নেন। তিনি ''চলাচল'' [[থিয়েটার]] গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি ৪ঠা ফেব্রুয়ারি, [[১৯৯৭]] সালে মৃত্যুবরণ করেন।
 
== অভিনীত চলচ্চিত্রসমূহ ==