আইজাক আসিমভ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২০ নং লাইন:
 
আসিমভের সবচেয়ে প্রসিদ্ধ রচনা হচ্ছে [[ফাউন্ডেশন সিরিজ|'''ফাউন্ডেশন''' সিরিজ]]। তার অন্যান্য প্রধান সিরিজের মধ্যে রয়েছে [[গ্যালাক্টিক সাম্রাজ্য সিরিজ]] এবং [[আইজাক আসিমভের রোবট সিরিজ|'''রোবট''' সিরিজ]] যে দুটিকে পরবর্তিতে তিনি ফাউন্ডেশন সিরিজের অন্তর্ভুক্ত করেছেন ''ভবিষ্যৎ ইতিহাস'' বিনির্মাণের জন্য। ভবিষ্যৎ ইতিহাস নির্মাণের এই প্রক্রিয়ার অগ্রদূত ছিলেন [[কর্ডওয়েইনার স্মিথ]] এবং [[পাউল এন্ডারসন]]। তার অসংখ্য ছোটগল্পের মধ্যে [[নাইটফল]] গল্পটি [[১৯৬৪]] সালে [[সাইন্স ফিকশন রাইটার্স অফ আমেরিকা]] কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী শীর্ষক ছোটগল্পের সম্মানে ভূষিত হয়। তিনি পল ফ্রেঞ্চ ছদ্মনামে ছোটদের জন্য লিখতেন। আসিমভের অধিআকংশ বিজ্ঞান গ্রন্থ এবং গল্পেই বৈজ্ঞানিক ধারণাসমূহ ইতিহাসের আবহে বর্ণীত হয়েছে। এক্ষেত্রে তিনি হয়ত সুদূর ভবিষ্যতের কোন সময় থেকে শুরু করেছেন আর ফিরে গেছেন তখন পর্যন্ত যখন কিনা সেই ধারণাটি ছিলইনা বা থাকলেও ছিল একেবারে প্রাথমিক পর্যায়ে; যখন মানব সভ্যতা ছিল একেবারে সরল। তিনি উপন্যাসের চরিত্রগুলোর জন্ম-মৃত্যুর তারিখ, তাদের নামের উচ্চারণ এবং জীবনী বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। এছাড়া তিনি [[আমেরিকান হিউম্যানিস্ট এসোসিয়েশন|আমেরিকান হিউম্যানিস্ট এসোসিয়েশনের]] সভাপতি হিসেবে খুব আনন্দিত ছিলেন। এখানেই তার মানবতাবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। [[৫০২০ আসিমভ]] নামক গ্রহাণু, [[আসিমভ্‌স সাইন্স ফিকশন]] নামক সাময়িকী এবং [[আইজাক আসিমভ পুরস্কার]] নামে একাধিক পুরস্কারের মাধ্যমে তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে।
 
 
== জীবনী ==
৩৭ ⟶ ৩৬ নং লাইন:
 
== মৃত্যু ==
[[১৯৯২]] খ্রীস্টাব্দে আসিমভের মৃত্যু হয়। মৃত্যুর ১০ বছর পর তাঁরতার স্ত্রী প্রকাশ করেন যে, আসিমভ [[এইডস]]-সংক্রান্ত জটিলতায় মৃত্যুবরণ করেছিলেন। হৃৎপিন্ডে অস্ত্রোপচারের সময় সঞ্চালিত দূষিত রক্ত হতে তাঁরতার দেহে এইডসের সংক্রমন হয়েছিল। এইডস এর সাথে জড়িত বিতর্কের কারণে আসিমভের মৃত্যুর সময় এই তথ্য প্রকাশ করা হয় নাই। পরবর্তীকালে তাঁরতার তৎকালীন চিকিৎসকদের মৃত্যুর পরে আসিমভের পরিবার এই কথা প্রকাশ করেন।
 
== উল্লেখযোগ্য বইয়ের তালিকা ==
১,৯৬,০১৪টি

সম্পাদনা