অশ্বক্রান্ত মন্দির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
 
সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১ নং লাইন:
[[File:Aswaklanta Temple.jpg|thumb|অশ্বক্রান্ত মন্দির]]
'''অশ্বক্রান্ত মন্দির''' [[ব্রহ্মপুত্র]]র উত্তর পারে আসামের [[উত্তর গুয়াহাটি]]তে অবস্থিত তীর্থস্থান৷ এখানে প্রায় সম আয়তনের দুটি মন্দির আছে৷ একটি ব্রহ্মপুত্রের পারে পাহাড়ের নিম্ন ভাগে, অন্যটি পাহাড়ের উপরভাগে অবস্থিত৷ কিংবদন্তি অনুসারে, [[নরকাসুর]]কে বধ করার জন্য [[শ্রীকৃষ্ণ]] [[কামরূপ রাজ্য|কামরূপে]] আসায় এই স্থানে অশ্ব বা ঘোড়ার দ্বারা ক্রান্ত বা অতিক্রান্ত হওয়ার জন্য এই অঞ্চলের নাম অশ্বক্রান্ত হয়৷ কোনো কোনো মতে এই অঞ্চল ''অশ্বক্লান্ত'' নামেও পরিচিত। জনশ্রুতি অনুযায়ী, এই অঞ্চলে খোঁজ পেয়ে [[শ্রীকৃষ্ণ]] নরকাসুরকে বধ করেছিলেন। এখানে তাঁর অশ্ব ক্লান্ত হয়ে পড়ে আর স্থানটি 'অশ্বক্লানঅশ্বক্লান্ত'্ত নাম পায়৷ ব্রহ্মপুত্রের পারে একটি টিলার শিলায় কিছুটা ঘোড়ার খুরের মত চিহ্ন দেখা যায়৷ শ্রীকৃষ্ণ যেখানে ভরির খোঁজ পান তার নাম ''বিষ্ণুপদ''৷ পৌরাণিক শাস্ত্র মতে এটি ''অশ্বগয়া'' আর এখানে মৃতদের আত্মার সদ্গতির জন্য [[পিণ্ড]]দান করা হয়৷ আজকাল ʼঅশ্বক্লান্তʼ বা ʼঅশ্বক্রান্তʼ দুটি শব্দেরই সমঅর্থে প্রয়োগ দেখা যায়৷
 
পাহাড়ের নিম্ন অংশে অবস্থিত মন্দিরটির কাছে অশ্বক্রান্ত নামের একটি কুণ্ডও ছিল৷ বর্তমানে অবশ্য এই কুণ্ড ব্রহ্মপুত্রের বুকে লীন হয়ে গেছে। চৈত্র মাসের [[অশোকাষ্টমী তিথি]]তে এখানে স্নান করার জন্য বহু তীর্থযাত্রীর সমাগম হয়৷ ১৭২০ সালে আহোম স্বর্গদেউ [[শিবসিংহ]] এই মন্দির নির্মাণ করিয়েছিলেন বলে জানা যায়৷ হিন্দুদের জন্য অশ্বক্রান্তর মাহাত্ম্য অসীম৷ সত্য যুগে পুষ্কর, ত্রেতাতে নৈমিষারণ্য, দ্বাপরে কুরুক্ষেত্র আর কলিতে অশ্বক্রান্ত পবিত্র তীর্থ বলে জনবিশ্বাস প্রচলিত৷ মন্দিরটির বর্তমান জায়গা প্রায় ৪৩ বিঘা ৪ কাঠা ১৭ লেচা৷<ref>বিশ্ব ঐতিহ্য, দ্বিতীয় প্রকাশ, শান্তনু কৌশিক বরুয়া,পৃষ্ঠা নং ১০</ref>
 
==তথ্যসূত্র==