রেক্স হ্যারিসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩৫ নং লাইন:
}}
 
'''রেক্স হ্যারিসন''' নামে পরিচিত '''স্যার রেজিনাল্ড কেরি হ্যারিসন''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Reginald Carey Harrison; [[৫ মার্চ|৫ই মার্চ]] [[১৯০৮]] - [[২ জুন|২রা জুন]] [[১৯৯০]]) ছিলেন একজন ইংরেজ অভিনেতা। তিনি ১৯২৪ সালে মঞ্চে কাজ করার মাধ্যমে তাঁরতার কর্মজীবন শুরু করেন। তিনি [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধে]] রয়্যাল এয়ার ফোর্সে দায়িত্ব পালন করেন এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদ অধিকার করেন। ১৯৪৯ সালে ''অ্যান অব দ্য থাউজেন্ট ডেজ'' মঞ্চনাটকে [[অষ্টম হেনরি]] ভূমিকায় অভিনয় করে তাঁরতার প্রথম [[টনি পুরস্কার]] লাভ করেন। ১৯৫৭ সালে ''মাই ফেয়ার লেডি'' মঞ্চনাটকে প্রফেসর হেনরি হিগিনস চরিত্রে অভিনয়ের জন্য তিনি তাঁরতার দ্বিতীয় টনি পুরস্কার অর্জন করেন। ১৯৬৪ সালে তিনি ''[[মাই ফেয়ার লেডি (চলচ্চিত্র)|একই নামের চলচ্চিত্রে]]'' একই চরিত্রে অভিনয় করে [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]] ও [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র)|গোল্ডেন গ্লোব পুরস্কার]] লাভ করেন।
 
==কর্মজীবন==
হ্যারিসনের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৩০ সালে ''দ্য গ্রেট গেম'' দিয়ে। চলচ্চিত্র জীবনের শুরুর দিকে তাঁরতার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ''দ্য সিটাডেল'' (১৯৩৮), ''নাইট ট্রেইন টু মিউনিখ'' (১৯৪০), ''মেজর বারবারা'' (১৯৪১), ''ব্লিথ স্পিরিট'' (১৯৪৫), ''আন্না অ্যান্ড দ্য কিং অব সিয়াম'' (১৯৪৬), ''দ্য ঘোস্ট অ্যান্ড মিসেস মুইর'' (১৯৪৭) এবং ''দ্য ফক্সেস অব হ্যারো'' (১৯৪৯)। ১৯৪৯ সালে ''অ্যান অব দ্য থাউজেন্ট ডেজ'' মঞ্চনাটকে [[অষ্টম হেনরি]] ভূমিকায় অভিনয় করে তার প্রথম [[টনি পুরস্কার]] লাভ করেন। ১৯৫৭ সালে ''[[মাই ফেয়ার লেডি]]'' মঞ্চনাটকে প্রফেসর হেনরি হিগিনস চরিত্রে অভিনয়ের জন্য তিনি তার দ্বিতীয় টনি পুরস্কার অর্জন করেন। ১৯৬৪ সালে তিনি এই মঞ্চনাটক অবলম্বনে নির্মিত ''[[মাই ফেয়ার লেডি (চলচ্চিত্র)|একই নামের চলচ্চিত্রে]]'' একই চরিত্রে অভিনয় করে [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]] ও [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র)|গোল্ডেন গ্লোব পুরস্কার]] লাভ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.oscars.org/oscars/ceremonies/1965|শিরোনাম=The 37th Academy Awards - 1965|কর্ম=অস্কার|ভাষা=ইংরেজি|সংগ্রহের-তারিখ=২ জুন ২০১৮}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.goldenglobes.com/winners-nominees/1965 |শিরোনাম=Winners & Nominees 1965|কর্ম=গোল্ডেন গ্লোব|ভাষা=ইংরেজি|সংগ্রহের-তারিখ=২ জুন ২০১৮}}</ref>
 
==পুরস্কার ও সম্মাননা==
১৯৮৯ সালের ২৫ জুলাই [[দ্বিতীয় এলিজাবেথ|রানী দ্বিতীয় এলিজাবেথ]] [[বাকিংহাম প্রাসাদ|বাকিংহাম প্রাসাদে]] তাঁকেতাকে নাইট উপাধিতে ভূষিত করেন। [[হলিউড ওয়াক অব ফেম|হলিউড ওয়াক অব ফেমে]] তাঁরতার নামাঙ্কিত দুটি তারকা রয়েছে; একটি চলচ্চিত্রে অবদানের জন্য ৬৯০৬ হলিউড বলেভার্ডে ও অপরটি টেলিভিশনে অবদানের জন্য ৬৩০৮ হলিউড বলেভার্ডে অবস্থিত। হ্যারিসন ১৯৭৯ সালে আমেরিকান থিয়েটার হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শেষাংশ=জনস্টন|প্রথমাংশ=লরি|শিরোনাম=Theater Hall of Fame Enshrines 51 Artists; Great Things and Blank Walls|ইউআরএল=https://timesmachine.nytimes.com/timesmachine/1979/11/19/113925202.html|সংগ্রহের-তারিখ=২ জুন ২০১৮|কর্ম=[[দ্য নিউ ইয়র্ক টাইমস]]|ভাষা=ইংরেজি|তারিখ=১৯ নভেম্বর ১৯৭৯}}</ref>
 
এছাড়া তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন থেকে একটি পুরস্কার ও চারটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন থেকে একটি পুরস্কার লাভ করেন, এবং মঞ্চে অভিনয়ের জন্য তিনটি টনি পুরস্কারের মনোনয়ন থেকে একটি পুরস্কার ও দুটি ড্রামা ডেস্ক পুরস্কারের মনোনয়ন থেকে একটি পুরস্কার অর্জন করেন।