বলাইচাঁদ মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৩ নং লাইন:
 
==শিক্ষা ও কর্মজীবন==
প্রথমে মণিহারী স্কুলে এবং পরে [[সাহেবগঞ্জ জেলা]]<nowiki/>র সাহেবগঞ্জ উচ্চ ইংরেজী বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। শেষোক্ত স্কুল থেকে ১৯১৮ খ্রিস্টাব্দে প্রবেশিকা (এন্ট্রান্স) পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২০ খ্রিস্টাব্দে তিনি আই.এস.সি, পরীক্ষায় উত্তীর্ণ হন হাজারীবাগ সেন্ট কলম্বাস কলেজ থেকে। [[কলকাতা মেডিকেল কলেজ|কলকাতা মেডিকেল কলেজে]] চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন তবে পাটনা মেডিক্যাল কলেজে থেকে এম.বি, ডিগ্রী লাভ করেন। প্যাথলজিস্ট হিসাবে ৪০ বৎসর কাজ করেছেন। ১৯৬৮ খ্রিস্টাব্দ থেকে স্থায়ীভাবে কলকাতায় বসবাস করতে শুরু করেন। ১৯৭৯ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি তারিখে কলকাতা শহরে তাঁরতার মৃত্যু হয়।<ref name="b" />
 
বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর থেকেই লেখালেখি শুরু করেন। শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে তিনি '''বনফুল''' [[ছদ্মনাম|ছদ্মনামের]] আশ্রয় নেন। ১৯১৫ খ্রিস্টাব্দে সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময় [[মালঞ্চ]] পত্রিকায় একটি [[কবিতা]] প্রকাশের মধ্য দিয়ে তাঁরতার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। ''শনিবারের চিঠি'' তে ব্যঙ্গ কবিতা ও প্যারডি কবিতা লিখে সাহিত্য জগৎতে নিজের আসন স্থায়ী করেন। এছাড়াও নিয়মিত [[প্রবাসী]], [[ভারতী]] এবং সমসাময়িক অন্যান্য পত্রিকায় ছোটগল্প প্রকাশ করেন।<ref name="b"/>
 
== প্রকাশনা ==
[[লেখক]] হিসেবে বনফুল হাজারেরও বেশি কবিতা, ৫৮৬টি ছোট গল্প, ৬০টি [[উপন্যাস]], ৫টি [[নাটক]], জীবনী ছাড়াও অসংখ্য [[প্রবন্ধ]] রচনা করেছেন। তাঁরতার রচনাবলীসমগ্র ২২ খণ্ডে প্রকাশিত।<ref name="b"/>
 
===কাব্যগ্রন্থ===
১১৬ নং লাইন:
 
==উপাধি==
তাঁরতার সাহিত্যকর্মের জন্য তিনি 'পদ্মভূষণ' উপাধি লাভ করেন। এছাড়াও তিনি শরৎস্মৃতি পুরস্কার (১৯৫১), রবীন্দ্র পুরস্কার (১৯৬২), বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক (১৯৬৭)। যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকেতাকে ডিলিট উপাধি প্রদান করে ১৯৭৩ সালে।<ref name="বি">বাংলাপিডিয়া</ref>
 
==মৃত্যু==