কোয়ামে এনক্রুমাহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩০ নং লাইন:
}}
 
'''কোয়াম ঙ্ক্রুমা''' ([[ফরাসি ভাষা|ফরাসি]]:Nwia-Kofi Ngonloma; [[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Kwame Nkrumah)(২১শে সেপ্টেম্বর ১৯০৯- ২৭শে এপ্রিল ১৯৭২)<ref name="bio">{{বই উদ্ধৃতি|শেষাংশ=E. Jessup|প্রথমাংশ=John|শিরোনাম=An Encyclopedic Dictionary of Conflict and Conflict Resolution, 1945-1996|পাতাসমূহ=533}}</ref> [[ঘানা]]র স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা ছিলেন। তিনি দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করেন। তিনি পশ্চিম [[আফ্রিকা]]র নযিমা উপজাতীর মানুষ ছিলেন। জোটনিরপেক্ষ আন্দোলনেও তাঁরতার ভুমিকা অনস্বীকার্য ।
 
[[চিত্র:1989 CPA 6101.jpg|thumb|সোভিয়েত ডাকটিকিটে কোয়াম ঙ্ক্রুমা]]
৩৮ নং লাইন:
 
== রাজনৈতিক জীবন ==
[[১৯৪৫]] সালে তিনি পঞ্চম প্যান-আফ্রিকান সম্মেলনের যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেন। [[১৯৪৭]] সালে [[ইউনাইটেড গোল্ড কোস্ট কনভেশন]]-এর সেক্রেটারি হন। [[১৯৪৯]] সালে গড়ে তুলেন [[কনভেশন পিপলস পার্টি]] নামে একটি রাজনৈতিক দল। [[১৯৫২]] সালে তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। [[১৯৫৬]] সালে তাঁরতার রাজনৈতিক দল নির্বাচনে বিজয়ী হলে গোল্ড কোস্ট স্বাধীনতা লাভ করে এবং দেশটির নাম পরিবর্তন করে রাখা হয় ঘানা। [[১৯৬০]] সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন, এবং একই বছরে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। একদলীয় শাসনব্যবস্থা কায়েম ও ভিন্ন মতাবলম্বীদের কঠোর হাতে দমন করার কারণে তাঁরতার বিরুদ্ধে অসন্তোষ মাথা চাড়া দিয়ে উঠে। [[১৯৬৬]] সালে ঘানার শাসন ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এই সময় তিনি দেশের বাহিরে ছিলেন।
 
== মৃত্যু ==