টম গডার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারিত রূপ!
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬২ নং লাইন:
'''টমাস উইলিয়াম জন গডার্ড''' ({{lang-en|Tom Goddard}}; [[জন্ম]]: [[১ অক্টোবর]], [[১৯০০]] - [[মৃত্যু]]: [[২২ মে]], [[১৯৬৬]]) গ্লুচেস্টারে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩০ থেকে ১৯৩৯ সময়কালে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] ইংরেজ ক্রিকেটে গ্লুচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি অফ ব্রেক বোলার ছিলেন। পাশাপাশি ডানহাতে [[ব্যাটিং অর্ডার|নিচেরসারিতে]] ব্যাটিংয়ে নামতেন '''টম গডার্ড'''।<ref name="skysports">{{সংবাদ উদ্ধৃতি|প্রথমাংশ= |শেষাংশ=|শিরোনাম = tom goddard's Cricket Profile| ইউআরএল=http://www.skysports.com/cricket/player/5214/tom-goddard|তারিখ =|সংগ্রহের-তারিখ = 23 March 2016|প্রকাশক=skysports}}</ref>
 
== ঘরোয়া ক্রিকেট ==
প্রথম-শ্রেণীর ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করেছেন।<ref name="cricketcountry">{{সংবাদ উদ্ধৃতি|প্রথমাংশ=Abhishek |শেষাংশ=Mukherjee|শিরোনাম = Tom Goddard: Fifth highest wicket-taker in First-Class history| ইউআরএল=http://www.cricketcountry.com/articles/tom-goddard-fifth-highest-wicket-taker-in-first-class-history-31561 |তারিখ =1 October 2013 |সংগ্রহের-তারিখ = 23 March 2016|প্রকাশক=cricketcountry}}</ref> ১৯২২ সালে গ্লুচেস্টারশায়ার ক্লাবে ফাস্ট বোলাররূপে যোগ দেন। কিন্তু প্রথম ছয় বছর তেমন সফলতা না পাওয়ায় ক্লাবের সাথে ১৯২৮ সালে সম্পর্কচ্ছেদ করতে হয়েছে তাঁকে।তাকে। সফলতা লাভে উদগ্রীব গডার্ড লর্ডসে গ্রাউন্ড স্টাফ হিসেবে যোগ দেন ও অফ স্পিনের দিকে ঝুঁকে পড়েন। ছয় তিন ইঞ্চি উচ্চতার অধিকারী গডার্ড তাঁরতার দীর্ঘ বাহুকে কাজে লাগিয়ে বাউন্স প্রদানে সক্ষমতা দেখান। ফলশ্রুতিতে দ্রুত সফলতা পান ও ১৯২৯ সালে একই ক্লাবে পুণরায় যোগ দেন।
 
১৯২৯ সালে স্পিনার হিসেবে তিনি তাঁরতার প্রথম মৌসুমে ১৮৪ উইকেট পান। পরবর্তী দুই বছরে ১৪০-এরও অধিক [[উইকেট]] পেয়েছিলেন তিনি। [[চার্লি পার্কার|চার্লি পার্কারকে]] সাথে নিয়ে কাউন্টি ক্রিকেটে বোলিং জুটি গড়েন। [[ওয়ালি হ্যামন্ড|ওয়ালি হ্যামন্ডের]] চমকপ্রদ ব্যাটিং ও ক্যাচ নেয়ার সক্ষমতায় দল সেরা সময় অতিবাহিত করে। ১৯২৯ সালে চতুর্থ, ১৯৩০ ও ১৯৩১ সালে দ্বিতীয় স্থান দখল করে তাঁরতার দল।
 
প্রথম-শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে দশ উইকেট লাভকারী বোলারদের অন্যতম তিনি। এ তালিকায় [[উইলফ্রেড রোডস]], [[টিচ ফ্রিম্যান]], [[চার্লি পার্কার]] ও [[জে. টি. হার্ন|জে. টি. হার্নের]] পরই তিনি অবস্থান করছেন। এছাড়াও এ তালিকায় [[ডব্লিউ. জি. গ্রেস]] ও [[অ্যালেক কেনেডি]] অবস্থান করছেন।
৭৪ নং লাইন:
১৯৩০-৩১ মৌসুম থেকে ১৯৩৮-৩৯ মৌসুম পর্যন্ত মেরিলেবোন ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন।<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ=ACS |প্রথমাংশ= |লেখক-সংযোগ=Association of Cricket Statisticians and Historians |শিরোনাম=A Guide to First-Class Cricket Matches Played in the British Isles |বছর=1982 |প্রকাশক=ACS |অবস্থান=Nottingham |আইএসবিএন=}}</ref><ref name="CA316">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://cricketarchive.com/Archive/Teams/0/206/Players.html |প্রকাশক=CricketArchive |শিরোনাম=Marylebone Cricket Club Players |সংগ্রহের-তারিখ=2 January 2017}}</ref> এ সময়ে তিনি এমসিসি দলের সঙ্গে ১৯৩০-৩১ ও ১৯৩৮-৩৯ মৌসুমে দক্ষিণ আফ্রিকা গমন করেন।
 
১৯৩০ সালে কেবলমাত্র একবার [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে খেলার সুযোগ পেয়েছেন। সবগুলো দেশের বিপক্ষে সর্বমোট আটবার টেস্ট খেলতে পেরেছেন। তাঁরতার সমসাময়িক [[হেডলি ভেরিটি]] ইংল্যান্ডের স্পিন বোলারদের মধ্যে সেরা ছিলেন। ঐ সময়ে ধারণা করা হতো যে, টেস্টে অফ স্পিনারদের তুলনায় লেগ স্পিনারদের দাপট বেশী। ১৯৩৮-৩৯ মৌসুমে স্বাগতিক [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে [[টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা|হ্যাট্রিক]] করেন। ২৬ ডিসেম্বর, ১৯৩৮ তারিখে জোহেন্সবার্গের ওল্ড ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত টেস্টে তিনি একে-একে [[ডাডলি নোর্স]], [[নরম্যান গর্ডন]], [[বিলি ওয়েড|বিলি ওয়েডকে]] আউট করে এ কৃতিত্ব অর্জন করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.espncricinfo.com/ci/engine/match/62653.html|শিরোনাম=England tour of South Africa, 1938/39 – 1st Test|প্রকাশক=ESPNcricinfo|সংগ্রহের-তারিখ=23 March 2016}}</ref>
 
১৯৩৭ সালে [[কাউন্টি ক্রিকেট|কাউন্টি ক্রিকেটে]] ২৪৮ উইকেট লাভের অসামান্য সাফল্যের প্রেক্ষিতে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] কর্তৃক অন্যতম [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটাররূপে]] মনোনীত হন।<ref name="wisden">{{সংবাদ উদ্ধৃতি|প্রথমাংশ= |শেষাংশ=|শিরোনাম =CRICKETER OF THE YEAR - 1938| ইউআরএল=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/154651.html|তারিখ =|সংগ্রহের-তারিখ = 23 March 2016|প্রকাশক=WISDEN}}</ref>
 
== অবসর ==
১৯৫১ সালে পঞ্চাশ বছর বয়সে অসুস্থতার কারণে তাঁকেতাকে জোরপূর্বক অবসর নিতে হয়। কিন্তু, ৩০০০তম উইকেটের মাইলফলক স্পর্শের জন্য পুণরায় ১৯৫২ সালে মাঠে নামেন ও চৌদ্দ খেলায় অংশ নেন। কিন্তু, ৫১ বছর বয়সে আঘাতের কারণে তাঁরতার খেলোয়াড়ী জীবন চিরতরে শেষ হয়ে যায়। এ সময় তাঁরতার উইকেট সংখ্যা ছিল ২,৯৭৯। খেলা থেকে অবসর নেয়ার পর নিজ শহর গ্লুচেস্টারে একটি আসবাবপত্রের দোকান পরিচালনা করেন। ২২ মে, ১৯৬৬ তারিখে ৬৫ বছর বয়সে গ্লুচেস্টারে দেহাবসানের পূর্ব-পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।
 
== তথ্যসূত্র ==
৯৬ নং লাইন:
{{১৯৩৮ উইজডেন বর্ষসেরা ক্রিকেটার}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই:গডার্ড, টম}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:গডার্ড, টম}}
[[বিষয়শ্রেণী:১৯০০-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯৬৬-এ মৃত্যু]]