টম রিচমন্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারিত রূপ!
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১১ নং লাইন:
| family =
| heightft =
| heightinch =
 
| batting = ডানহাতি
৬৭ নং লাইন:
ছোট-খাটো গড়নের অধিকারী টম রিচমন্ড [[লেগ ব্রেক]] ও গুগলি বোলার হিসেবে খেলতেন। [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধের]] পূর্বে নটিংহ্যামশায়ারের পক্ষে কয়েকটি খেলায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু যুদ্ধের পরই নিজেকে মেলে ধরতে সচেষ্ট হন। ১৯২০ থেকে ১৯২৬ সময়কালে প্রত্যক মৌসুমেই শত উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। এ সময়ে তিনি উইকেট প্রতি মাত্র ১৩.৪৮ রান খরচ করেছিলেন। ১৯০৭ সালে [[টমাস ওয়াস|টি. ওয়াসের]] গড়া ১৬৩ উইকেটের রেকর্ড ভঙ্গ করেন।
 
প্রথিতযশা ধীরগতিসম্পন্ন বোলার হিসেবে ১৯১২ থেকে ১৯২৮ সাল পর্যন্ত নটিংহ্যামশায়ার দলে খেলেছেন। সমগ্র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে ২১.২৪ গড়ে ১,১৫৮টি প্রথম-শ্রেণীর উইকেট লাভ করেছেন। ব্যাট হাতে মোটেই সুবিধে করতে পারেননি তিনি। এ ধারাটি তাঁরতার [[ফিল্ডিং (ক্রিকেট)|ফিল্ডিংয়েও]] বহমান ছিল। উইকেট সংখ্যা ৪০৬ হবার পরই কেবলমাত্র তাঁরতার সংগৃহীত রান অতিক্রম করে। এ পর্যায়ে ১৯২২ সালে ওয়ার্কসপে ডার্বিশায়ারের বিপক্ষে [[স্যাম স্ট্যাপলস|এস. জে. স্ট্যাপলসের]] সাথে শেষ উইকেট জুটিতে পঁয়ষট্টি মিনিটে ১৪০ রান তুলেন। ৬৫ মিনিটে ৭০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এটিই তাঁরতার সর্বোচ্চ রানরূপে স্বীকৃতি পায়।
 
১৯২২ সালে নটিংহামে [[হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|হ্যাম্পশায়ারের]] দ্বিতীয় ইনিংসে ৯/২১ পান। এ বছর টম রিচমন্ড তাঁরতার স্বর্ণালী সময়ে ছিলেন। ঐ মৌসুমে ১৬৯ উইকেট দখল করেছিলেন তিনি। ঐ সময়ে এ সংগ্রহটি নটিংহ্যামশায়ারের রেকর্ড হিসেবে চিত্রিত হয়। পরবর্তীতে [[ব্রুস ডুল্যান্ড]] তাঁরতার রেকর্ডটি ভেঙে ফেলেন। এরপর থেকে তাঁরতার খেলার মান পড়তির দিকে যেতে থাকে।
 
১৯২৫ সালে ট্রেন্ট ব্রিজে [[লিচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|লিচেস্টারশায়ারের]] বিপক্ষে খেলায় মাত্র ১৯ রান খরচায় নয় উইকেট (৩/৯ ও ৬/১০) দখল করেন। ১৯২৬ সালে [[ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ল্যাঙ্কাশায়ারের]] বিপক্ষে নটিংহামের খেলায় হ্যাট্রিকসহ ১৬৫ রান খরচায় তেরো উইকেট পান। ১৯২৮ সালের পর কাউন্টির দলের বাইরের চলে আসতে বাধ্য হন।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
ট্রেন্ট ব্রিজে নিজ মাঠে একমাত্র টেস্টে অংশগ্রহণ করেছিলেন টম রিচমন্ড। ১৯২১ সালে [[ওয়ারউইক আর্মস্ট্রং|ওয়ারউইক আর্মস্ট্রংয়ের]] নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের মুখোমুখি হয়েছিলেন তিনি। ২৮ মে, ১৯২১ তারিখে নাইট, হোমস, টিল্ডসলে ও জাপের সাথে একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয় তাঁর।তার। দুই ইনিংস খেলে মোটে ছয় রান (৪ ও ২) তুলতে পেরেছিলেন। বল হাতে নিয়ে ৮৬ রান খরচায় দুই উইকেট লাভ (২/৬৯ ও ০/১৭) করেন। প্রথম ইনিংসে [[হার্বি কলিন্স]] ও [[জ্যাক গ্রিগরি]] - উভয়কে এলবিডব্লিউতে বিদায় করেন। ঐ খেলায় তাঁরতার দল ১০ উইকেটে [[ফলাফল (ক্রিকেট)|পরাজিত]] হয়েছিল। এরপর আর তাঁকেতাকে ইংরেজ দলে নেয়া হয়নি।
 
২৯ ডিসেম্বর, ১৯৫৭ তারিখে নটিংহ্যামশায়ারের স্যাক্সনডেলে ৬৭ বছর বয়সে টম রিচমন্ডের দেহাবসান ঘটে।
৯১ নং লাইন:
* {{ক্রিকেটআর্কাইভ}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই: রিচমন্ড, টম}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই: রিচমন্ড, টম}}
[[বিষয়শ্রেণী:১৮৯০-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯৫৭-এ মৃত্যু]]