সেসার ভাইয়েহো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta15)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৭ নং লাইন:
}}
 
'''সেসার আব্রাহাম ভাইয়েহো মেন্দোজা''' ({{lang-es|César Abraham Vallejo Mendoza}}) ([[মার্চ ১৬|১৬ মার্চ]], [[১৮৯২]] – [[এপ্রিল ১৫|১৫ এপ্রিল]], [[১৯৩৮]]) ছিলেন [[পেরু|পেরুর]] কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক। শুধুমাত্র পেরু বা [[লাতিন আমেরিকা]] নয়, সমগ্র স্পেনীয় তথা আধুনিক বিশ্বসাহিত্যের এক দুর্লভ কবি তিনি। সরল রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্যে ১৯১৮ সালে প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ ''লস হেরালদস নিগ্রোস'' প্রকাশিত হবার পরে কারাদণ্ড ভোগ করেন। মৃত্যুর পরে ১৯৩৯ সালে প্রকাশিত হয় তাঁরতার সবচেয়ে উল্লেখযোগ্য কবিতাসংকলন ''মানুষের কবিতা''।<ref name="অসিত">অসিত সরকার অনূদিত, তৃতীয় বিশ্বের শ্রেষ্ঠ কবিতা, নাথ ব্রাদার্স, কলকাতা, ফেব্রুয়ারি, ১৯৯৬, পৃষ্ঠা-৩৮</ref>
 
==জীবনপঞ্জি==
তাঁরতার জন্ম পেরুর উত্তর সিয়েরার সান্তিয়াগো দ্য চূকোতে। [[১৯১৬]] সালে ত্রুজিলো বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন, পরে ডক্টরেট ডিগ্রি পান।<ref name="অসিত" /> প্রথম কবিতার বই ''লস হেরালদস নিগ্রোস'' প্রকাশিত হয় [[১৯১৯]] সালে। [[১৯২২]] সালে প্রকাশিত হয় তাঁরতার সবচেয়ে বিখ্যাত বই ''Trilce''।<ref>পাক্ষিক দেশ, অমিতাভ চৌধুরী সম্পাদিত, ২২ জানুয়ারি, ১৯৯৯; ৬৭ বর্ষ ৬ সংখ্যা; পৃষ্ঠা-৬১।</ref> নানা কারণে বিক্ষুব্ধ হয়ে বীতশ্রদ্ধ অবস্থায় চরম হতাশা ও দারিদ্রকে সঙ্গী করে দেশ ছেড়ে [[প্যারিস]] চলে যান [[১৯২৩]] সালে। [[১৯২৫]] সালে চলে আসেন স্পেনে। সেখানে লিখলেন অনেক, জীবিকার জন্য কাজ করলেন নানা রকমের। বৈপ্লবিক কয়েকটি প্রবন্ধের জন্য আবার কারারুদ্ধ হলেন। [[১৯৩৬]] সালের [[স্পেনের গৃহযুদ্ধ|স্পেনের গৃহযুদ্ধে]] যোগ দিলেন। কিন্তু রাজনৈতিক কারণে আবার ফ্রান্সে পালিয়ে আসতে বাধ্য হলেন। সেখানেই [[১৯৩৮]] সালে, চরমতম দারিদ্র্যের মধ্যে, উপবাসে, সৃষ্টির উন্মাদনায় উন্মত্ত, যক্ষ্মারোগাক্রান্ত কবির মৃত্যু ঘটল অসহ্য যন্ত্রণার মধ্যে সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায়।<ref name="অসিত" />
 
==তথ্যসূত্র==