ফ্রেড স্পফোর্থ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬২ নং লাইন:
 
== প্রারম্ভিক জীবন ==
ইয়র্কশায়ারে জন্মগ্রহণকারী এডওয়ার্ড স্পফোর্থের সন্তান ফ্রেড স্পফোর্থ সিডনির অদূরে বালমেইন এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁরতার বাবা ব্যাংকের কেরানি ও অ্যানা (বিবাহ-পূর্ব ম্যাকডোনেল) গৃহিণী ছিলেন। নিউজিল্যান্ডের হকিয়াঙ্গা এলাকায় শৈশবকাল অতিবাহিত করেন তিনি। গ্লেব রোডের রেভেরেন্ড জন পেনড্রিল’স এগলিনটন হাউজে ব্যক্তিগতভাবে পড়াশোনা করেন। এরপর স্বল্পসময়ের জন্য সিডনি গ্রামার স্কুলে অধ্যয়ন করেন। ব্যাংক অব নিউ সাউথ ওয়লসে তিনিও কেরানি ছিলেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
১৮৭৭ থেকে ১৮৮৭ সালের মধ্যবর্তী সময়কালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করেন। স্পফোর্থ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০-উইকেট লাভ করেছিলেন।<ref>http://stats.cricinfo.com/ci/content/records/283528.html</ref> এছাড়াও, ১৮৭৯ সালে [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] সর্বপ্রথম [[টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা|হ্যাট্রিক]] করার গৌরব অর্জন করেন।
 
[[১৮৭৬-৭৭ ইংল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর|১৮৭৭]] সালে মেলবোর্নে অনুষ্ঠিত প্রথম টেস্টে অভিষেক ঘটে তাঁর।তার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঐ টেস্টটি ছিল দ্বিতীয়। প্রতিপক্ষ ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেন [[জেমস লিলিহোয়াইট|জেমস লিলিহোয়াইট, জুনিয়র]]। প্রথম ইনিংসে তিন উইকেট তুলে নেন স্পফোর্থ। পরের ইনিংসে আরও এক উইকেট পান। কিন্তু খেলায় তাঁরতার দল ৪ উইকেটে পরাজিত হয়। প্রথম টেস্টে নিউ সাউথ ওয়েলসের [[বিলি মারডক|বিলি মারডকের]] পরিবর্তে [[জ্যাক ব্ল্যাকহাম|জ্যাক ব্ল্যাকহামকে]] [[উইকেট-রক্ষক]] হিসেবে দলে অন্তর্ভুক্ত করলে প্রতিবাদস্বরূপ তিনি প্রথম টেস্টে অংশগ্রহণ থেকে বিরত থাকেন।
 
খেলোয়াড়ী জীবন শেষে ইংল্যান্ডে চলে যান তিনি। সেখানে তিনি [[Derbyshire County Cricket Club|ডার্বিশায়ার দলের]] পক্ষে খেলেন।
 
== সম্মাননা ==
১৯৯৬ সালে [[অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেম|অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে]] অন্তর্ভূক্ত দশজন খেলোয়াড়ের একজন ছিলেন তিনি। অন্যরা হচ্ছেন - [[জ্যাক ব্ল্যাকহাম]], [[ভিক্টর ট্রাম্পার]], [[ক্ল্যারি গ্রিমেট]], [[বিল পন্সফোর্ড]], [[ডোনাল্ড ব্র্যাডম্যান|স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান]], [[বিল ও’রিলি]], [[কিথ মিলার]], [[রে লিন্ডওয়াল]] ও [[ডেনিস লিলি]]।<ref>{{ওয়েব উদ্ধৃতি|urlইউআরএল=http://www.mcg.org.au/History/Heritage/Australian%20Cricket%20Hall%20of%20Fame/Inductees.aspx |titleশিরোনাম=Australian Cricket Hall of Fame Inductees |workকর্ম=Melbourne Cricket Ground |accessdateসংগ্রহের-তারিখ=2009-02-23 |deadurlঅকার্যকর-ইউআরএল=yes |archiveurlআর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20090111233703/http://www.mcg.org.au/History/Heritage/Australian%20Cricket%20Hall%20of%20Fame/Inductees.aspx |archivedateআর্কাইভের-তারিখ=11 January 2009 }}</ref>
 
৫ জানুয়ারি, ২০০৯ তারিখে [[সিডনি ক্রিকেট গ্রাউন্ড|সিডনি ক্রিকেট গ্রাউন্ডে]] তাঁরতার [[ভাস্কর্য]] উন্মোচন করা হয়।<ref>[http://www.abc.net.au/news/stories/2009/01/05/2459431.htm "Spofforth statue unveiled at SCG". ABC News (Australian Broadcasting Corporation). 5 January 2009. Retrieved 5 January 2010.]</ref> ২০১১ সালে তাঁকেতাকে মরণোত্তর [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল|আইসিসি’র]] [[আইসিসি ক্রিকেট হল অব ফেম|হল অব ফেমে]] অন্তর্ভুক্ত করা হয়।<ref>[http://www.espncricinfo.com/ci-icc/content/story/532175.html Davidson, Spofforth inducted into ICC Hall of Fame] cricinfo 12 September 2011. Retrieved 12 September</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি | urlইউআরএল = http://www.espncricinfo.com/australia/content/player/7663.html| titleশিরোনাম =Frederick Spofforth| accessdateসংগ্রহের-তারিখ= 13 September 2011| workকর্ম = [[Cricinfo]]|publisherপ্রকাশক = [[ESPN]]}}</ref>
 
== তথ্যসূত্র ==